চলে গেলেন সবচেয়ে বয়স্ক সাবেক ইংলিশ ক্রিকেটার সুব্বা রো 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:১১ পিএম | ১৯ এপ্রিল, ২০২৪

রামান সুব্বা রো। ইংল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটার। নামটি ক্রিকেট বিশ্বে বাকিদের কাছে একদম অচেনা হলেও ইংল্যান্ডের জন্য নামটি বেশ গুরুত্বপূর্ণ। কেননা এতদিন ইংল্যান্ডের সবচেয়ে বেশি বয়স্ক পুরুষ ক্রিকেটার হিসেবে বেঁচে ছিলেন সুব্বা রো। তবে গতকাল পরলোকগমন করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯২ বছর। 

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সুব্বা রো’য়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 

১৯৩২ সালের ২৯ জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৮ সালে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে যাত্রা শুরু সুব্বা রো’য়ের। যদিও ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। খেলেছেন কেবল ১৩ টেস্ট। ৪৭ ছুঁইছুঁই ব্যাটিং গড়ে করেছেন ৯৮৪ রান। যেখানে ৪টি ফিফটি ছাড়াও ছিল ৩টি সেঞ্চুরির ইনিংস। 

তবে সুব্বা রো’র প্রথম শ্রেণির ক্যারিয়ার চোখে পড়ার মতোন। খেলেছেন পুরো এক দশক (১৯৫১ থেকে ১৯৫১)। সেখানে ২৬০টি ম্যাচ খেলে করেছেন ১৪ হাজারেরও বেশি রান। 

১৯৬১ সালে সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেও পরবর্তীতে দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি। ছিলে ক্রিকেট প্রশাসক, ম্যাচ রেফারি ও আম্পায়ারের ভূমিকায়। সুব্বা রো আইসিসির একদম শুরুর দিকের ম্যাচ রেফারিদের একজন ছিলেন।

খেলার দুনিয়া | ফলো করুন :