আফগানদের গুঁড়িয়ে নিউজিল্যান্ডের চারে চার

আফগানদের গুঁড়িয়ে নিউজিল্যান্ডের চারে চার

আজ রাতে কোনো রূপকথা নেই। দিল্লির রূপকথাকে চেন্নাইয়ে টেনে আনতে পারেনি আফগানিস্তান। বল হাতে লড়াই করলেও ব্যাট হাতে গোবেচারা আত্মসমর্পণই করে বসেছেন রশিদ খানরা। নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে ১৪৯ রানে। চলতি বিশ্বকাপে অপরাজিত তকমাটাও তাতে ধরে রাখা হলো টম ল্যাথামদের। টানা চতুর্থ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে কিউইরা। 

আফগানিস্তান ম্যাচটা মূলত হেরে গেছে প্রথমার্ধে। এক এক করে চারটা ক্যাচ, দুটো রান আউট আর একটা স্টাম্পিংয়ের সুযোগ আক্ষরিক অর্থেই হাত ফসকে বেরিয়ে গেছে দলটির। উইল ইয়াংয়ের ফিফটিতে শুরুটা ভালো পেয়েছিল নিউজিল্যান্ড। তবে মাঝে দুই ওভারে তিন উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে ম্যাচে ফেরান আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান।

তবে এরপর টম ল্যাথাম আর গ্লেন ফিলিপস পরিস্থিতি সামলান। শেষ দিকে আফগানদের সুযোগ নষ্টের মহড়ার ফায়দা তোলেন দুজনে। তাদের ৭০ ছুঁইছুঁই দুটো ইনিংসের সুবাদে নিউজিল্যান্ড পেয়ে যায় ২৮৮ রানের পুঁজি।

জবাব দিতে নেমে আফগানদের শুরুটা আঁটসাঁট হয়নি। নিউজিল্যান্ড তা হতে দেয়নি। কিউইদের দারুণ বোলিং আর হাফ চান্সগুলোকে পুরোপুরি কাজে লাগানোর ফলে শুরুতেই হাঁসফাঁস করতে থাকে আফগানিস্তান। ৪২ রানে ৩ উইকেট খুইয়ে যেমন প্রতিরোধ গড়া প্রয়োজন ছিল, নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানোয় তা আর হয়নি। মাঝে ৫৪ রানের একটা জুটি গড়ে উঠেছিল হাশমতউল্লাহ শহিদি আর রহমত শাহর মাঝে, কিন্তু দুজন বিদায় নেওয়ার পর আর কারো ব্যাট থেকে আসেনি বড় ইনিংস। ফলে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। নিউজিল্যান্ড হাসে শেষ হাসি। 

সম্পর্কিত খবর