শঙ্কা দূরে ঠেলে ‘ফাইনালে’ খেলছে মোহামেডান
গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগের অঘোষিত ফাইনাল আজ। এক পয়েন্টের ব্যবধান নিয়ে মোহামেডান আজ মুখোমুখি হবে আবাহনীর। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করবে এবারের হকি লিগের শিরোপা। তবে এই ম্যাচের আগে মোহামেডান বেকে বসেছিল রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞার কারণে। হুমকি দিয়েছিল ম্যাচটা না খেলারও।
তবে সেই হুমকি থেকে যে সরে আসছে দলটা, তা আজ দিনের শুরুতেই আঁচ পাওয়া যাচ্ছিল। দলকে ম্যাচের জন্য প্রস্তুত করছিলেন কোচ শহিদুল্লাহ টিটু। এবার ক্লাবটির কর্মকর্তা সারোয়ার হোসেন স্পোর্টস বাংলাকে জানালেন, হুমকি থেকে সরে এসে ম্যাচে নামবে তার দল।
সারোয়ারের অভিযোগ, এবারের লিগের শুরু থেকেই ‘অবিচার’ হয়ে আসছে মোহামেডানের সঙ্গে। আবাহনীর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল বাতিল হওয়া, এরপর মেরিনার্সের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে যাওয়া নিয়ে অভিযোগ তুলেছেন তিনি।
এরপরই আসে জিমির এই কাণ্ড। সবশেষ ঊষা ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন অভিজ্ঞ এই খেলোয়াড়। এবারের লিগে তৃতীয় কার্ডটি দেখে আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচে নিষিদ্ধ হয়ে যান তিনি।
নিয়ম অনুসারে, কোনো খেলোয়াড় দুই হলুদ কার্ড দেখে ফেললেই তার ক্লাবকে চিঠি দিয়ে সতর্ক করে দিতে হবে কর্তৃপক্ষের। তবে মোহামেডান সেটা পায়নি বলেই দাবি করে। যে কারণে লিগ কর্তৃপক্ষের কাছে জিমির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদনও করে। সেটা না হলে আবাহনী ম্যাচে না খেলার হুমকি দেয় মোহামেডান।
তবে লিগ কমিটি গতকালই সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সিদ্ধান্ত থেকে সরে আসবে না তারা। সে কারণে জিমি আজ নিষিদ্ধই থাকছেন। এই পরিস্থিতিতে মোহামেডানই নমনীয় হয়েছে একটু। শিরোপাকে সামনে রেখে আজকের ম্যাচে মাঠে নামবে তারা।
স্পোর্টস বাংলাকে সারোয়ার বলেন, ‘ম্যাচে আমরা খেলব। না খেলার তো কোনো উপায় নেই!’ তবে এরপরই জুড়ে দিয়েছেন শর্ত। কোনো অনিয়ম দেখলেই মাঠ ছাড়বেন তারা, হুমকিটা দিয়ে রেখেছেন। বলেছেন, ‘পরিস্থিতি যদি প্রতিকূল হয়, মানে অনিয়ম শুরু হয় খেলায়, তখন আমরা মাঠ ছেড়েও আসতে পারি। কোনো দল কোণঠাসা না হলে শিরোপার দুয়ারে দাঁড়িয়ে মাঠ ছাড়ে না। আমরাও তা করব না। কিন্তু নিতান্ত অপারগ হয়ে গেলে তো আর কোনো উপায় নেই!’
শেষ ম্যাচের ঠিক আগে ১৪ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৫। মোহামেডান-আবাহনীর ভাগ্যটা নিজ হাতেই আছে, দুই দল যেহেতু একে অন্যের মুখোমুখি, সেহেতু ম্যাচটা জিতলেই হলো! মোহামেডানে আছে আরেকটু সুবিধাজনক অবস্থানে, তারা ড্র করলেও শিরোপা জিতে যাবে। তবে মেরিনার্স তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে। নিজেদের ম্যাচে যদি তারা জিতে যায়, আর আবাহনী হারিয়ে দেয় মোহামেডানকে, তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান ৩৬। হকি লিগের শিরোপার নিষ্পত্তি হবে প্লে অফে গিয়ে।