আইপিএলে ধোনির যেই রেকর্ড এখন রাহুলের
জয় নয়, মাঠে কেবল যেন মহেন্দ্র সিং ধোনির দেখা পেলেই সার্থক চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। তার ওপর ৯ বলে যখন ৩ চার ও ২ ছক্কায় খেলেন ২৮ রানের ঝোড়ো তবে তো মেঘ না চাইতেই বৃষ্টি। সমর্থকদের ধোনির প্রতি ভালোবাসার প্রমাণ মিলল স্টেডিয়ামের দর্শক স্ট্যান্ডের দিকে তাকালেই। ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মাঠে, তবে মাঠের সিংহভাগ ছেয়ে হলুদে। অর্থাৎ, আধিপত্য চেন্নাই সমর্থকদের। ম্যাচটিতে অবশ্য ৮ উইকেটের বড় ব্যবধানে জেতে লক্ষ্ণৌ। সঙ্গে ধোনির এক রেকর্ডও নিজের করে নেন বিপক্ষ দলের অধিনায়ক লোকেশ রাহুল।
চেন্নাইয়ের দেওয়া ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে এক ওভার বাকি থাকতেই পৌঁছে যায় স্বাগতিকরা। সেখানে ৫৩ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন রাহুল। জেতেন ম্যাচসেরা খেতাব এবং নিজের করে নেন ধোনির এতো দিন দখলে রাখা এক রেকর্ড।
গত রাতের ম্যাচটি ছিল রাহুলের আইপিএল ক্যারিয়ারের ১২৫তম ম্যাচে। সেই ম্যাচে তিনি টুর্নামেন্টে নিজের ২৫তম ফিফটি পান। যা আইপিএল ইতিহাসে কোনো উইকেটরক্ষক ব্যাটারের পাওয়া সর্বোচ্চ। রেকর্ডটি এতো দিন ছিল ধোনির। টুর্নামেন্টের সর্বোচ্চ ২৫৭ ম্যাচ খেলা এই তারকা ব্যাটারের ফিফটির সংখ্যা ২৪। তার অর্ধেকের কম ম্যাচ খেলে রেকর্ড এখন রাহুলের।
চলতি আসরে এটি রাহুলের দ্বিতীয় ফিফটি। চোট সেরে মাঠে খেলায় ফিরে বেশ ছন্দেই আছেন এই বাঁহাতি ব্যাটার। আসরের ৭ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ২৮৬ রান। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ অবস্থানে।