চেন্নাই-লক্ষ্ণৌ ম্যাচে জরিমানার মুখে দুই অধিনায়ক 

চেন্নাই-লক্ষ্ণৌ ম্যাচে জরিমানার মুখে দুই অধিনায়ক 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মন্থর ওভার রেটের কারণে জরিমানা যেন বেশ নিয়মিতই হয়ে দাঁড়িয়েছে। এর আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া গুণেছেন জরিমানা। এবার জরিমানা হলো জোড়া মিলে। গত রাতের চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচটিতেই দুই দলেরই অধিনায়কই পড়লেন জরিমানার মুখে। 

লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল ও চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় দুজনকেই জরিমানা হিসেবে গুণতে হবে ১২ লাখ রুপি। চলতি আসরে দুই দলের এমন ভুল এই প্রথমবার হওয়ায় জরিমানার পরিমাণ ১২ লাখ। তবে পরবর্তীতে এই ভুলে আবার দর্শালে অধিনায়কদের জরিমানা হবে দ্বিগুণ, অর্থাৎ অধিনায়কদের ২৪ লাখ রুপি সঙ্গে দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ, অর্থাৎ ৬ লাখ রুপি। এতে অধিনায়ক এই ভুল দ্বিতীয়বার করলে পুরো দলকে জরিমানা গুণতে হবে মোট ৯০ লাখ রুপি (ইমপ্যাক্ট খেলোয়াড়সহ ১১ জনের ৬৬ লাখ এবং অধিনায়কের ২৪ লাখ)। 

গত রাতের ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। সেই রান স্রেফ ২ উইকেট হারিয়ে ও এক ওভার আগেই তুলে ফেলে লক্ষ্ণৌ। ৮ উইকেটের বড় এই জয়ে তালিকার পাঁচে উঠে এসেছে তারা। ৭ ম্যাচের দলটির জয় ৪টিতে। এদিকে হারের মুখ দেখলেও লক্ষ্ণৌয়ের সমান ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনেই আছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। 

এদিকে দুই দলের পরবর্তী ম্যাচও নিজেদের মধ্যেই। এবাই চেন্নাইয়ের মাঠে আগামী ২৩ এপ্রিল লড়বে রাহুল ও গায়কোয়াড়ের দল।

সম্পর্কিত খবর