সূর্যকে বাঁচাতে গিয়ে শাস্তি পেলেন ডেভিড-পোলার্ড
সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচ শেষে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এবার শাস্তি পেল দলটির আরও দুই জন, টিম ডেভিড ও কাইরন পোলার্ড। শাস্তি হিসেবে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মূলত, ম্যাচে সূর্যকুমার যাদবকে বাঁচাতে গিয়েই এই শাস্তি পেয়েছেন তারা। যা আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের সামিল।
ইনিংসের ১৫ তম ওভারের ঘটনা। সেই ওভারে আরশদীপ সিংয়ের একটি বলে লেগ বিফোরের জুড়াল আবেদন উঠে সূর্যের বিপক্ষে। সূর্য তখন ৪৭ বলে ৬৭ রানে ব্যাট করছেন। আম্পায়ার সেই আবেদনে সারা দিয়ে আউটের সিদ্ধান্ত জানান। তবে মাঠের বাইরে থেকে সূর্যকে রিভিউ নেওয়ার জন্য ‘টি’ চিহ্ন দেখান দলটির ব্যাটিং কোচ পোলার্ড ও ডাক আউটে ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা টিম ডেভিড। সূর্য সেটি দেখতে পেয়ে রিভিউ নেন। আর তাতেই বাধে জামেলা।
মূলত, রিভিউ নিতে হলে মাঠেই সিদ্ধান্ত নিতে হয় ওই ক্রিকেটারকে। এক্ষেত্রে তিনি সাহায্য পান উইকেটের অপর প্রান্তের ব্যাটারের কাছ থেকে। মাঠের বাইরে থেকে ওই ক্রিকেটারকে রিভিউ নেওয়া ও না নেওয়ার জন্য পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে না কেউই। আর সেই নিয়মই মানেননি দু’জনে। যা নজরে এসেছে টুর্নামেন্টের আয়োজকদের। যার শাস্তি হিসেবে এই দুই জনের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, ডেভিড এবং পোলার্ড ২.২০ ধারা এর অধীনে একটি লেভেল ১ অপরাধ করেছেন, যা খেলাটির চেতনার পরিপন্থী সমস্ত ধরণের আচরণকে বুঝায়।’ তবে ঠিক কি অপরাধের জন্য এই শাস্তি পেয়েছেন সেটি উল্লেখ করেনি তারা। তবে বিষয়টি যে সূর্যের রিভিউ নেওয়াকে কেন্দ্র করেই তা বুঝার বাকি নেই কারও।