ইউরোপের ‘রাজা’ হওয়ার দৌড়ে এগিয়ে ‘কৃষকরা’
ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগে এর আগে সবশেষ ২০১৯-২০ মৌসুমে কোনো জার্মান ক্লাব হিসেবে সেমিতে উঠেছিল বায়ার্ন মিউনিখ। সেবার তারা পিএসজিকে হারিয়ে জিতেছিল শিরোপাও। তবে এরপর তিন আসরে সেমিতে পৌঁছাতে পারেনি কোনো জার্মান। এদিকে সচরাচর ইউরোপ সেরার লড়াইগুলোতে আধিপত্য বেশি থাকে স্প্যানিশ, ইংলিশ, ইতালিয়ানদেরই। ইউরোপ শীর্ষ পাঁচ লিগের বাকি দুটি জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান তাই এই ক্ষেত্রে একটু আলাদা করেই সমালোচিত।
ইউরোপ প্রতিযোগিতার মঞ্চে তাই জার্মান ও ফ্রেঞ্চ লিগকে অনেকেই উপহাস করে ডাকে ‘কৃষক লিগ’ বলে। তবে চ্যাম্পিয়নস লিগের এবারের ২০২৩-২৪ আসরে এই কৃষক লিগের তিন দলই জায়গা করে নিয়েছে সেমিতে। দুটি দল জার্মান লিগের, বুরুশিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন মিউনিখ এবং একটি ফ্রেঞ্চ লিগের, পিএসজি। অর্থাৎ, অন্তত একটি দল সেখানে থেকে নিশ্চিত থাকছে ফাইনালে।
‘কৃষক লিগ’ হিসেবে লিগ দুটি ব্যঙ্গ হয় এই বিষয়টি যেন নজরে আছে ফুটবলারদেরও। তাই তো ডর্টমুন্ডের ডিফেন্ডার একটু ভিন্ন উপায়েই অভিবাদন জানালেন কৃষক লিগের দলগুলোকে। ডর্টমুন্ড, বায়ার্ন ছাড়াও বুন্দেসলিগার নতুন লিগ চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন জায়গা করে নিয়েছে উয়েফা ইউরোপা লিগের সেমিতে। অনেকে তো তাদেরই মানছে চ্যাম্পিয়ন। কেননা শীর্ষ এই পাঁচ লিগের একমাত্র দল হিসেবে টানা ৪৪ ম্যাচে অপরাজিত আছে অপরাজিত আছে জাভি আলোনসোর দলটি।
ডর্টমুন্ডের জার্মান ডিফেন্ডার ম্যাটস হুমেলসের এই অভিবাদন তাই মূলত এই তিন জার্মান ক্লাবকে উদ্দেশ্য করেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এবার ব্যঙ্গ করে হুমেলেস বলেন, ‘এই সপ্তাহে ভালো ফসল ফলিয়েছ আমার সহকর্মী কৃষকরা।’
সবার মুখ বন্ধ করতে এটি নিয়ে মজায় মেতেছেন খোদ ডর্টমুন্ড ক্লাবও। তারা নিজেদের এক্স-এ অ্যাকাউন্টে একটি স্থিরচিত্র পোস্ট করেছে হুমেলসেরই। যেখানে তারা মূলত বোঝাতে চেয়েছেন হুমেলস ব্যস্ত কৃষি কাজে।
মাঝে কয়েক মৌসুম বায়ার্নের হয়ে খেললেও ক্যারিয়ারের বড় সময় ডর্টমুন্ডেই পার করেছেন হুমেলস। বুন্দেসলিগায় সবশেষ ১২ এপ্রিলের ম্যাচটি ছিল ডর্টমুন্ডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হুমেলসের ৫০০তম ম্যাচ।