দিয়াবাতের ৫ গোল, রেকর্ড জয় মোহামেডানের

দিয়াবাতের ৫ গোল, রেকর্ড জয় মোহামেডানের

প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার দৌড়ে বসুন্ধরা কিংসকে টেক্কা দিচ্ছে মোহামেডান। সেই মোহামেডানের সামনেই এদিন পড়েছিল ব্রাদার্স ইউনিয়ন। তাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে মোহামেডানের ফুটবলাররা। গ্রিষ্মের তপ্ত দুপুরে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে ব্রাদার্সকে। ম্যাচে জয় তুলেছে ৮-০ গোলে। যা আবার দলটির ইতিহাসে সবচেয়ে বড় জয়। যার মধ্যে মোহামেডানের মালির ফুটবলার সোলেমান দিয়াবাতে একাই করেছেন ৫ গোল।

ময়মনহিংসের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এদিন প্রথমার্ধেই গোল উৎসব সেরে ফেলে মোহামেডান। ব্রাদার্সের জালে তিন গোল দিয়ে ম্যাচ একরকম নিজের করে নেয় মোহামেডান। যদিও এদিন শুরুতে গোল করতে বেশ বেগই পেতে হয়েছে মোহামেডানকে। ম্যাচের ৩৩ মিনিট পর্যন্ত মোহামেডানকে গোল বঞ্চিত রেখেছিল ব্রাদার্স। অবশেষে শাহারিয়ার ইমনের করা ৩৪ মিনিটের গোলে ভাঙে ডেডলক।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহামেডানের। ৪৩ মিনিটে দলকে দ্বিতীয় দফায় এগিয়ে নেন দিয়াবাতে। এরপর বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফের দ্বিতীয় দফায় গোল করেন দিয়াবাতে।

বিরতি থেকে ফিরে যেন গোলের নেশায় পেয়ে বসে দিয়াবাতেকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৬৮ মিনিটে আদায় করে নেন হ্যাটট্রিক। এরপর ৭২ মিনিটে হালি ও ৮৯ মিনিটে দলের হয়ে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক ঠুকেন দিয়াবাতে। তার আগে মাঝে ৭৫ মিনিটে জুয়েল মিয়া ও ৮৭ মিনিটে টনি আগবাজি গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়েছেন। যা শেষ পর্যন্ত হয়েছে ৮-০ গোলের।

মোহামেডানের দীর্ঘ ক্লাব ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৯৬/৯৭ মৌসুমে ইলেকট্রিসিট ডু লাওস এফসির বিপক্ষেও ৮-০ গোলে জয় পেয়েছিল মোহামেডান। একই ব্যবধানে নিউ র‌্যাডিয়ান্টকেও ১৯৯৪ সালে হারিয়েছিল দলটি। আর সেই দুটি জয়ই ছিল এশিয়ান কাপ উইনার্স কাপে। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে মোহামেডানের ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়।

দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এ জয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান চট্টগ্রাম আবাহানীর। অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১২ ম্যাচে ৩১। সমান ম্যাচে ২৬ পয়েন্ট এখন মোহামেডানের।

সম্পর্কিত খবর