মেসির ম্যাজিকে দাপুটে জয় মায়ামির
মেজর লিগ সকারে গত রাতে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়ে ইন্টার মায়ামি। তবে এটিকে ন্যাশভিলের বিপক্ষে একা লিওনেল মেসির জয় বললেও খুব একটা ভুল হবে না। একদম শুরুতেই পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান মেসি। পরে প্রথমার্ধের শেষ দিকে ফুটবল বিশ্বের এই অন্যতম মহাতারকার অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ায় মায়ামি। পরে ম্যাচের শেষ দিকে এসে আরও এক গোল করেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। যেন পুরোদস্তুর মেসিময় এক ম্যাচ!
এই জয়ে লিগটির ইস্টার্ন কনফারেন্সে নিউইয়র্ক রেড বুলসকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে টাটা মার্তিনোর দলটি। ১০ ম্যাচে মেসির মায়ামির পয়েন্ট দাঁড়াল ১৮।
ম্যাচটিতে মায়ামির দাপট থাকলেও ঘরের মাঠে ম্যাচের একদম শুরুতেই ধাক্কা খায় মায়ামি। দ্বিতীয় মিনিটে নিজেদের জালেই বড় জড়িয়ে বসে স্বাগতিকদের ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগ্রি। অবশ্য এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ন্যাশভিল।
এরপরই শুরু হয় মায়ামির সাবেক বার্সা তারকাদের ম্যাজিক। ১১তম মিনিটে এবার ভুল করে বসেন ন্যাশভিল গোলরক্ষক। তার দুর্বল শটে বল পেয়ে যান মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সাবেক এই বার্সা ফরোয়ার্ড সেখানে বল বাড়ান তার সাবেক বার্সা সতীর্থ মেসিকে। সেখানে জালের ঠিকানা খুঁজে নিতে কোনো ভুল করেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।
ম্যাচটিতে মায়ামির সবকিছুই যেন ছিল মেসিময়। সমতায় ফেরার দুই মিনিটের মধ্যেই ম্যাচে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। তবে সেখানে মেসির দুর্বল ডান পায়ে নেওয়া দারুণ শট লাগে পোস্টে। ৩৯তম মিনিটে এসে এবার ফুরাল এগিয়ে যাওয়ার ক্ষণ। মেসির নেওয়া কর্ণার কিকে হেড করে দলকে এগিয়ে নেন আরেক সাবেক বার্সা তারকা সের্হিও বুসকেতস। যেন টাইম মেশিনে সবাইকে ফিরিয়ে নিয়ে গেল এক দশক আগে, ২০১৪-১৫ সালে। যেখানে এই মেসি-সুয়ারেজ-বুসকেতস মাতিয়ে রাখতেন বার্সার আক্রমণভাগ।
মেসি দিয়েই শুরু, ম্যাচ শেষও মেসি দিয়েই। ৮১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে মায়ামির জয় পাকাপোক্ত করেন ৩৬ বছর বয়সী এই তারকা। এ নিয়ে চলতি আসরে দলটির হয়ে ৭ গোল করলেন মেসি। এতে আছেন আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকার দুইয়ে। ৮ গোল নিয়ে শীর্ষে আছেন রিয়াল সল্ট লেকের ক্রিস্টিয়ান আরাঙ্গো।