হায়দরাবাদের আরও এক রেকর্ডময় জয়
আইপিএলের চলমান আসরে সানরাইজার্স হায়দরাবাদ যেন মাঠে নামে আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে। বিশেষ করে ব্যাটিংয়ে। আসরের শুরুর দিকে গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টুর্নামেন্টের আগের ১১ বছরের রেকর্ড ভেঙে ২৭৭ রানের দলীয় সংগ্রহ তোলে হায়দরাবাদ। নিজেদের রেকর্ড তারা ভাঙতে সময় নিল স্রেফ ১৮ দিন। গত সপ্তাহে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের নতুন রেকর্ড গড়ে ‘অরেঞ্জ আর্মি’ খ্যাত দলটি। এবার গত রাতের ম্যাচটিতে দিল্লির ক্যাপিটালসের বিপক্ষে আগের সব রেকর্ডই যেন ভাঙতে বসেছিল প্যাট কামিন্সের দলটি।
আগে ব্যাট করতে নেমে ৬ ওভারেই রেকর্ড ১২৫ রান তুলেছিল হায়দরাবাদ। তবে মাঝে দ্রুতই চার উইকেট হারানোয় রান ঝড়ে গতি যায় কমে। অবশ্য শেষ পর্যন্ত ২৬৬ রানের বিশাল সংগ্রহতেই পৌঁছায় তারা। সেই রান তাড়ায় দিল্লি ১৯৯ রানে থামলে ৬৭ রানের বড় জয় পায় হায়দরাবাদ।
বড় ব্যবধানের জয় ছাড়াও ম্যাচটিতে একাধিক রেকর্ডও গড়েছে হায়দরাবাদ। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।
৫ ওভারেই ১০০ রান
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ৫ ওভারেই ১০০ রান তোলেন। যা ইনিংসের ৫ ওভারে টি-টোয়েন্টিতে তোলা সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কাছে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা ১০০ রান তুলেছিল ৫ ওভার ৩ বলে।
পাওয়ার প্লেতে দলীয় রানের বিশ্বরেকর্ড
গত রাতের ম্যাচটিতে হায়দরাবাদের ৬ ওভারে তোলা ১২৫ রান টি-টোয়েন্টি ইতিহাসে তোলা সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টেডারহামের বিপক্ষে নটিংহ্যামশায়ার পাওয়ার প্লেতে তুলেছিল সর্বোচ্চ ১০৬ রান। তার থেকে ১৯ রান বেশি যোগ করে সেই রেকর্ড এখন হায়দরাবাদের।
তৃতীয়বারের মতো ২৫০-এর অধিক দলীয় সংগ্রহ
এ নিয়ে চলতি আসরেই তৃতীয়বারের মতো ২৫০ পেরোনো সংগ্রহ পেল হায়দরাবাদ। যা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোনো দলের ইতিহাসে পাওয়া সবচেয়ে বেশি ২৫০-এর অধিক দলই সংগ্রহের ইনিংস।
ইনিংসে সর্বোচ্চ ছক্কা
গত রাতের ম্যাচে নিজেদের ইনিংসে ২২টি ছক্কা হাঁকিয়েছেন হায়দরাবাদের ব্যাটাররা। যা আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড। অপরটিও তাদেরই। বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের ম্যাচটিতেও সমান ২২টি ছক্কা মেরেছিল হায়দররাবাদ।