কোহলি আমাকে সবসময় স্লেজিং করে: মুশফিক

কোহলি আমাকে সবসময় স্লেজিং করে: মুশফিক

ভারতের বিপক্ষে মাঠে নামলেই বদলে যায় বাংলাদেশি ক্রিকেটারদের শরীরী ভাষা। জয় কিংবা হার ছাপিয়ে নজরকাড়ে ক্রিকেটারদের আক্রমণাত্মক মনোভাব। যেন একবিন্দু ছাড় নয়; সে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন। ক্রিকেটারদের এই মনোভাবের কারণেই উত্তাপ ছড়ায় ম্যাচে। স্লেজিং করতে ছাড়েন না দু’দলের ক্রিকেটাররাও। অভিজ্ঞ মুশফিকুর রহিমও জানিয়েছেন তেমনটিই। বলেছেন ভারতের বিপক্ষে মাঠে নামলে সবসময় তাকে স্লেজিং করেন বিরাট কোহলি।

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে স্টার স্পোর্টসের সাথে কথা বলেছেন মুশফিক। ম্যাচে তিনি কোহলিকে স্লেজিং করেন কি-না এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘বিশ্বের কিছু ব্যাটার স্লেজিং পছন্দ করে এবং এতে উজ্জীবিত হয়। তাই আমি কখনই বিরাট কোহলিকে স্লেজিং করি না। কারণ সে এতে আরও উজ্জীবিত হয়। আমি সব সময় আমার বোলারদের বলি যত তাড়াতাড়ি সম্ভব তাকে আউট করে দিতে।’

কোহলি তাকে স্লেজিং করে কি-না এমন প্রশ্নে মুশফিক জানান, ‘যখনই আমি তার বিরুদ্ধে খেলি। ব্যাট করতে নামি, সে সবসময় আমাকে স্লেজিং করার চেষ্টা করে। কারণ সে সত্যিই একজন প্রতিযোগী। কোনো ম্যাচ হারতে চায় না সে। আমি সত্যিই তার এই প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যালেঞ্জটি পছন্দ করি। কোহলি ও ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করি।’

সম্পর্কিত খবর