হকি থেকে সরে যাওয়ার হুমকি মোহামেডানের

হকি থেকে সরে যাওয়ার হুমকি মোহামেডানের

শুক্রবারের ওই ‘ফাইনালের’ আগে থেকেই মোহামেডান হুমকি দিয়ে আসছিল বয়কটের। সে হুমকি থেকে সরে এসে সাদা কালোরা শেষমেশ আবাহনীর বিপক্ষে ম্যাচটা খেলে দলটা। ৩-২ গোলে এগিয়ে ছিল, ঠিক ওই সময়ে আম্পায়ার দুই লাল কার্ড দেখিয়ে বসেন মোহামেডানকে। সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে যায় দলটা। ৩০ মিনিট অপেক্ষা করে আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। 

ওই ম্যাচের এক দিন পর সংবাদ সম্মেলন ডেকেছিল মোহামেডান। ওই ম্যাচের ফল বাতিল তো আছেই, সঙ্গে আরও দুই দফা দাবি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে তুলে ধরেছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাব। তার কাছেও প্রতিকার না পেলে হকি থেকেই সরে যাওয়ার হুমকি দিয়েছে সাদা-কালোরা।

আজ দুপুরে ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমাদের বিপক্ষে হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। তাই এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সুবিচারের দাবিতে।’

সে ম্যাচে আবাহনী আর মোহামেডানের খেলোয়াড়রা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সে বাদানুবাদের ফলে মোহামেডানের দুই আর আবাহনীর এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। সেই সিদ্ধান্ত ভিডিও রেফারেল দেখে পুনর্বিবেচনার দাবি মোহামেডান তুলেছিল মাঠেই। তবে কাজ হয়নি আর। ৩০ মিনিট অপেক্ষার পরই ম্যাচে ৫-০ গোলে জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে।

তবে তার আগে এমন পরিস্থিতিতে পর দিন পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। আজাদ স্পোর্টিং আর বাংলাদেশ স্পোর্টিংয়ের মধ্যকার ওই ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন দলটির কিংবদন্তি হকি ও ফুটবল খেলোয়াড় প্রতাপ শঙ্কর হাজরা। তিনি বলেন, ‘এই লিগে অনেক ঘটনাই ঘটেছে। একটি লিগে তিনটি নিয়ম কিভাবে হয় সেই জবাব চাই ফেডারেশনের কাছে। এক ম্যাচে ( আজাদ-বাংলাদেশ স্পোর্টিং ) এক কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, আরেক ম্যাচ পরের দিন কয়েক মিনিট খেলা হলো আর আবাহনী-মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো।’

পুরো বিষয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ কামনা করেছে মোহামেডান। প্রতাপ বলেন, ‘মন্ত্রী এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে ফেডারেশন পরিচালনা করা উচিত। না হলে হকির সামনে মৃত্যু ঘটবে।’

তবে মন্ত্রীর কাছ থেকেও সমাধান না মিললে হকি থেকেই সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে মোহামেডান। প্রতাপ শঙ্কর হাজরা বলেন, ‘আম্পায়ারিং ও ফেডারেশন নিরপেক্ষ না হলে সেই লিগে অংশগ্রহণের যৌক্তিকতা নেই। মন্ত্রী যদি বিষয়টি সুষ্ঠ তদন্ত বা সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তখন আমাদের পরিচালনা পর্ষদ হকি না খেলার সিদ্ধান্ত নিতে পারে’। 

সম্পর্কিত খবর