ফিফটির চেয়ে সেঞ্চুরি বেশি, ইমনের ব্যাটে বসন্তের হাওয়া
কাগজে কলমে কিঞ্চিৎ সুযোগ আছে বটে। তবে প্রাইম ব্যাংকের ডিপিএল শিরোপা জেতার সম্ভাবনাটা মোটেও বাস্তবিক কিছু নয়। তবে প্রাইমেরই একজনের সুযোগ থাকছে ডিপিএলে সেরা হওয়ার। পারভেজ হোসেন ইমন যে এবারের ডিপিএলে আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে! এতটাই যে, তার ধারে কাছেও নেই আর কেউ!
ডিপিএলে ইমনের ফিফটির চাইতেও সেঞ্চুরির সংখ্যা বেশি। আছে তিন সেঞ্চুরি। এর মধ্যে আছে ব্যাক টু ব্যাক হান্ড্রেড। গড় পঞ্চাশের বেশি, স্ট্রাইকও নব্বইয়ের ঘরে। ব্রাদার্সের বিপক্ষে খেলেছিলেন ১৫১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস৷
রানের ফোয়ারায় এমন ভাবে ছিলেন যে মাঝে পাঁচ ম্যাচের ব্যবধানে করেছিলেন তিন সেঞ্চুরি। একটায় ছিলো অর্ধশতক। সুপার লিগের নিয়মানুযায়ী এই ওপেনার পাচ্ছেন আরও পাঁচ ম্যাচ। নিশ্চয়ই চাইবেন যেভাবে শুরু করেছেন সেভাবে শেষ করতে। সেটা যদি করতে পারেন কিংবা তার অর্ধেকও করতে পারেন, নিসন্দেহে বলা যায় তাকে স্পর্শ করতে অন্যদের নিয়মিতই করতে হবে বড় রান।
টপ স্কোরারে দুইয়ে থাকা নাঈম শেখের রান ৪৬৯। অর্থাৎ ১১৬ কম। সেই রানটা এখন ইমনের এগিয়ে থাকার পুঁজি। নিজের প্রতি বাড়তি উচ্চাকাঙ্ক্ষা না রেখেও সুযোগ পেলে সেটা কাজে লাগিয়ে কী করা যায়, সেটাই দেখালেন ইমন। একেবারে তামিমকে যোগ্য সঙ্গ দেওয়া যেমন ওপেনার দরকার ছিলো প্রাইম ব্যাংকের। সেখানে ইমনই কেড়ে নিচ্ছেন পুরো টুর্নামেন্টেরই লাইমলাইট৷