বিএসপিএর বর্ষসেরা ইমরানুর, জনতার চোখে সেরা মোরসালিন

বিএসপিএর বর্ষসেরা ইমরানুর, জনতার চোখে সেরা মোরসালিন

শেষ এক বছরে খেলোয়াড়দের পারফর্ম্যান্সের পুরস্কার দিল দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান জিতেছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। জনতার চোখে বর্ষসেরা হয়েছেন শেখ মোরসালিন।

১৯৬৪ সাল থেকে বিএসপিএ বছরের সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের পুরস্কৃত করে আসছে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ২০২৩ সালের সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করে সংগঠনটি। গেল বছর ১৬টি বিভাগে মোট ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করে বিএসপিএ। 

বর্ষসেরা ক্রীড়াবিদ শ্রেণিতে ইমরানুর হাসেন শেষ হাসি। বছরের সেরা খেলোয়াড় হতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড রাকিব হোসেনকে। তবে সমর্থকদের ভোটে বর্ষসেরা হয়েছেন শেখ মোরসালিন। তার ঝুলিতে গেছে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। 

বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক শান্ত। ফারজানা হক পিংকি হয়েছেন বর্ষসেরা নারী ক্রিকেটার। গেল বছরের সেরা ফুটবলারের পুরস্কারটা গেছে রাকিব হোসেনের ঝুলিতে। এছাড়াও বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন গেল বছর বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর মোহামেডানের ফেডারেশন কাপ জয়ের রূপকার আলফাজ আহমেদ।

বর্ষসেরা খেলোয়াড়দের অন্যান্য শ্রেণিতে সেরা হয়েছেন ইমরানুর রহমান (অ্যাথলেটিকস), কামরুন নাহার কলি (শুটিং), সেলিম হোসেন (বক্সিং), রামহিম লিয়ন বম (টেবিল টেনিস)।

এ ছাড়া বর্ষসেরা কোচ হয়েছেন মোহামেডানের আলফাজ আহমেদ। বর্ষসেরা সক্রিয় সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেরা সংগঠক হয়েছেন হাবিবুর রহমান, তৃণমূল ক্রীড়া ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে বর্ষসেরা ক্রীড়া দলের পুরস্কার দেওয়া হয়েছে। বিশেষ সম্মাননা পেয়েছেন ফুটবল সংগঠক মনজুর হোসেন মালু।

সম্পর্কিত খবর