সাকিব-কোহলি দ্বৈরথে শেষ হাসি কার?
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনাকর এক পরিস্থিতি। জমে উঠে কথার লড়াই। ক্রিকেটারদের লড়াইটাও আলাদাভাবে নজরকাড়ে এ ম্যাচে। সাকিব আল হাসান-বিরাট কোহলি দ্বৈরথটাও বেশ উপভোগ করে সমর্থকরা। বিশ্বকাপের ম্যাচে আজ ফের মুখোমুখি দু’দল। মাঠের লড়াইয়ের আগে তাই প্রশ্ন উঠেছে; কে করবেন বাজিমাত। আরও একবার বাংলাদেশের বিপক্ষে নায়ক হবেন কোহলি। নাকি সাকিবের কাছে আরও একবার নাকাল হবেন সময়ের সেরা ব্যাটার। অর্থাৎ কে হাসবেন শেষ হাসি?
মাঠে দু’জনেই দু’দলের সেরা ক্রিকেটার। সাম্প্রতিক ফর্মটাও তাদের পক্ষেই কথা বলছে। তাই লড়াইটা এবারও বেশ জমার কথা। যদিও সাকিবকে নিয়ে শঙ্কা এখনও দূর হয়নি। সবশেষ ম্যাচে পাওয়া সাকিবের চোট; এখনও মাঠে ফেরার নিশ্চয়তা দেয়নি তাকে। তবে ম্যাচের আগে তার অনুশীলনে ফেরা দেখা মনে হচ্ছে তিনি মাঠে নামবেন। আরও একবার ঝলক দেখাবেন কোহলির বিপক্ষে।
এখন পর্যন্ত কোহলির বিপক্ষে ১১ বার হাত ঘুরিয়েছেন সাকিব। যার মধ্যে মোট পাঁচবার কোহলিকে সাজঘরের পথ ধরতে হয়েছে। সাকিবের বিপক্ষে ১৪৮ বল মোকাবেলা করে তার রান ১৪০। যা জানান দেয় সাকিবের কাছে কতটা ধুকতে হয় তাকে। কদিন আগে কোহলি নিজেও স্বীকার করেছেন সেটা।
সাকিবকে নিয়ে কোহলি বলেন, ‘বছরের পর বছর ধরে, আমি সাকিবের বিপক্ষে খেলেছি। সে আশ্চর্যজনক নিয়ন্ত্রণ পেয়েছে। সে খুব অভিজ্ঞ বোলার। সে নতুন বলে খুব ভালো বোলিং করে, ব্যাটসম্যানকে কীভাবে ফাঁকি দিতে হয় তা সে খুব ভালো জানে। বোলিংয়ে সে খুব কিপটে। আর এই ধরণের বোলারের বিপক্ষে আপনাকে সেরাটা খেলতে হবে। আপনি যদি তা করতে না পারেন, তাহলে এই বোলাররা চাপ তৈরি করতে সক্ষম হবে এবং আপনাকে আউট করার সম্ভাবনা বাড়িয়ে দেবে।’
তবে সাকিব বাদে বাংলাদেশের বিপক্ষে কোহলির ফর্মটা বেশ দুর্দান্ত। এখন পর্যন্ত ১৫টি ওয়ানডেতে চারটি সেঞ্চুরি রয়েছে তার। রান তুলেছেন ৬৭.২৫ গড়ে ৮০৭। রয়েছেন দারুণ ছন্দে। যা এ ম্যাচের আগেও বাংলাদেশের ভয়ের কারণ।