সর্বোচ্চ দামের স্টার্ক গড়ছেন রান দেওয়ার রেকর্ড

সর্বোচ্চ দামের স্টার্ক গড়ছেন রান দেওয়ার রেকর্ড

২৪ কোটি ৭৫ লাখ রুপি, টাকার অংকে যা ৩২ কোটি ৫৬ লাখ টাকা। আইপিএলে মিচেল স্টার্কের দাম দেখে অনেকেই ভেবেছিলেন কলকাতা নিশ্চয়ই একেবারেই বাড়াবাড়ি করেনি৷ যোগ্য ক্রিকেটারকে যথাযথ দাম দিয়েই কেনার লড়াইয়ে সফল কেকেআর। যারা এটা ভেবেছিলেন তাদের সেই ভাবনাকে সঠিক প্রমাণ করতে একেবারেই ব্যর্থ অজি এই গতি তারকা। 

স্টার্ক আইপিএলে ম্যাচ খেলেছেন ৭টা। উইকেট সংখ্যা মোটে ৬। তার মধ্যে তিন উইকেট তিনি নিয়েছেন এক ইনিংসেই। বাকি ৩ উইকেট তিনি নিয়েছেন ৬ ইনিংসে। যার মানে দাঁড়াচ্ছে, ৭ ইনিংসের ৪টাতেই তিনি ফিরেছেন খালি হাতে।

টি-টোয়েন্টিতে অবশ্য উইকেট তোলার চেয়ে বেশি গুরুত্ব পায় রান আটকানো। স্টার্ক এখানেও ব্যর্থ। তার বোলিং গড় ৪৭.৮৩! ইকোনমিটাই বেশি ক্ষতি করছে দলের। সেটা ১১.৪৬! প্রতি উইকেটের জন্য বল করতে হচ্ছে ২৫ টা করে। পঞ্চাশের ওপর রান দিয়েছেন তিনদিন, আরেকদিন দিয়েছেন ৪৭।

সবশেষ জেতা ম্যাচটা তো প্রায় হারিয়েই দিয়েছিলেন। ভাগ্য সহায়, ১ রানে ম্যাচ জিতেছে তার দল। শেষ ওভারে আরসিবির যখন দরকার ২১, তখন দিয়েছেন ১৯ রান। ওভারের পঞ্চম বলে তুলে নিয়েছেন একটা উইকেট। শেষ বলে রানআউট। শেষ ওভারে হজম করেছেন তিন ছয়। পুরো ইনিংসে ৭টা ছক্কা হজম করেছেন। আইপিএলে এক ইনিংসে যৌথভাবে যা দ্বিতীয় সর্বোচ্চ। 

আইপিএল ইতিহাসে যদিও এই তালিকায় স্টার্কের সঙ্গী আরও আট জন। তবে নামে-দামে মানুষটা স্টার্ক বলেই এটা চক্ষুশূল হওয়ারই মতো ব্যাপার দর্শকদের কাছে। মাত্র তিন ওভার বল করেই দিয়েছেন ৫৫ রান। উইকেট ১টা। 

আইপিএলের চলতি আসরে সর্বোচ্চ রান দেওয়া বোলারের নামও স্টার্ক৷ সাত ইনিংসে ১৫০ বল অর্থাৎ ২৫ ওভার বল করে দিয়েছেন ২৮৭ রান। ওভার প্রতি দিয়েছেন ১১.৪৮ করে। স্টার্ক আর তার এতো দাম নিয়ে বেশ বেকায়দায় যে আছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সেটা আর না বললেও চলে।

সম্পর্কিত খবর