রিশাদের নৈপুণ্যে স্বল্প পুঁজিতেও ১৩ রানের জয় শাইনপুকুরের
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৮ রানের স্বল্প পুঁজি পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর রিশাদ হোসেনের ঘূর্ণিতে সহজ এই লক্ষ্যটাও ছাড়িয়ে যেতে পারল না গাজী গ্রুপ। এতে ১৩ রানের জয় দিয়ে সুপার লিগের যাত্রা শুরু করলো আকবর আলীর দল।
শাইনপুকুরের এই জয়ে বড় ভূমিকা রিশাদেরই। ব্যাট হাতে তার দল যখন দ্রুতই উইকেট হারিয়ে ভুগছিল তখন তার ২৬ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রানের সময় উপযোগী ইনিংসে চড়েই মান বাঁচানোর সংগ্রহে পৌঁছায় শাইনপুকুর। পরে বল হাতে গাজী গ্রুপের মিডল অর্ডারের পুরো চারটি উইকেটই তুলেছেন রিশাদ। শেষে জিতেছেন ম্যাচসেরার খেতাবও।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করতে শুরুটাও ভালো পেলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি শাইনপুকুরের। দলীয় ৫৮ রানে তখনো ১ উইকেট। সেখান থেকে ১০২ রানে পৌঁছাতেই সাজঘরে দলের সাত ব্যাটার। শেষে রিশাদের গুরুত্বপূর্ণ সেই ইনিংসে চড়ে ৩৪ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে তারা। সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।
গাজী গ্রুপের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও হুসনা হাবিব মেহেদী।
সহজ এই লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেয়ে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল গাজী গ্রুপ। ২ উইকেটে দলীয় সংগ্রহ ছিল ৮৩ রান। জয় দূরে স্রেফ ৫৬ রানের। সেখানেই শুরু রিশাদের স্পিন ভেল্কি। ৮৩ থেকে দলীয় সংগ্রহ ৯৪ পৌঁছাতে মিডল অর্ডারের চার ব্যাটারকেই সাজঘরের রাস্তা মাপান এই লেগ স্পিনার। বাকি কাজ সারেন দলের দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও হাসান মুরাদ। এতে ২৭ ওভার ৪ বলে ১২৫ রানেই গুটিয়ে যায় মেহেদী মারুফের নেতৃত্বাধীন দলটি।
রিশাদের ৪ উইকেট বাদে সানি নেন ৩ উইকেট এবং হাসান মুরাদ নেন দুটি।