মুস্তাফিজের কাছে জাতীয় দলের চেয়ে আইপিএল বেশি উপভোগ্য
আইপিএলের মাঝপথে মুস্তাফিজুর রহমানকে ফিরে আসতে হবে জিম্বাবুয়ে সিরিজ খেলতে। বিসিবির এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে অনেক কথাই হয়েছে। তবে মুস্তাফিজ আইপিএলে এখনও আছেন, পারফর্মও করে যাচ্ছেন। থাকবেন আরও ৯ দিন। ঠিক এই সময়ে তার জাতীয় দল সতীর্থ শরিফুল ইসলাম জানালেন, জাতীয় দলে খেলার চেয়ে আইপিএলকেই বেশি উপভোগ করেন মুস্তাফিজ!
তার ছাপটা পারফর্ম্যান্সেই স্পষ্ট। বাংলাদেশের হয়ে এই সবশেষ শ্রীলঙ্কা সিরিজেই দল থেকে জায়গা হারিয়ে চলে গিয়েছিলেন বেঞ্চে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে রান দিয়েছিলেন যথাক্রমে ৪২, ৪২ ও ৪৭; উইকেট নিয়েছিলেন মোটে ২টি। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তাই দল থেকে জায়গা হারিয়ে বসেছিলেন।
তবে আইপিএলে যেতেই তিনি দেখা দেন স্বরূপে। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে বনে যান ম্যাচসেরাও। এরপর থেকে তিনি এখন পর্যন্ত আছেন আইপিএলের সেরা বোলার হওয়ার দৌড়েও।
শরিফুল জানালেন, আইপিএলই বেশি উপভোগ করেন মুস্তাফিজ। তার কারণটাও জানালেন তিনি। বললেন, ‘আমার মনে হয় বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই বেশি উপভোগ করে, কারণ ওখানে চাপটা খুব কম আর কী। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে। হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’
মুস্তাফিজকে আদর্শ মেনে ক্রিকেটে আসা শরিফুলের। সে মুস্তাফিজ খেলছেন আইপিএলের মতো মঞ্চে। তাই সতীর্থের আইপিএল ম্যাচগুলোর একটা ম্যাচও মিস করেন না শরিফুল। ম্যাচ নিয়ে মুস্তাফিজের সঙ্গে কথাও হয় তার। শরিফুল জানালেন, ‘প্রতিটা ম্যাচ দেখি। মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি। উনার সঙ্গে ম্যাচের পরদিন কথা হয়।’
শেষ ম্যাচদুয়েক অবশ্য মুস্তাফিজ পারফর্ম করতে পারেননি তেমন। সে প্রসঙ্গে শরিফুলের ভাষ্য, ‘উনি তো কন্টিনিউ পারফর্ম করছেন। শেষ দুয়েক ম্যাচে হয়তো ওরকম আশানুরুপ করতে পারেননি। চাপ বলতে সবার চাওয়া একটু বেশি থাকে কারণ, উনি তো লাস্ট কয়েকটা ম্যাচ খুব ভালো পারফর্ম করছিলেন। উনি ভালো করতেছে, কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুয়েকটা ম্যাচ করতে পারেননি।’