২০০-এর মাইলফলকে চাহাল
ভারতের ইতিহাসে অন্যতম সেরা লেগস্পিনারদের তালিকায় নিশ্চিতভাবেই থাকবে যুজবেন্দ্র চাহালের নাম। দলের হয়ে অগণিত বার গুরুত্বপূর্ণ ম্যাচে বিপক্ষ দলের ব্যাটারদের নিজের স্পিন ঘূর্ণিতে শিকার বানিয়েছেন তিনি। জাতীয় দলের একাদশে নিয়মিত জায়গা না পেলেও সঠিক সু্যোগ বুঝে ঠিকই নিজের জাত চিনিয়ে দেন তিনি।
এবার নতুন এক কীর্তি গড়লেন তিনি। আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০টি উইকেট তুলে নিলেন এই স্পিনার। এই রেকর্ডের সঙ্গে তিনি পিছনে ফেললেন একের অধিক কিংবদন্তি বোলারদের।
সোমবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। সে ম্যাচের আগে আইপিএলের সব আসর মিলিয়ে চাহালের উইকেট সংখ্যা ছিল মোট ১৯৯টি। মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল আর মাত্র একটি উইকেট। মুম্বাইয়ের মোহাম্মদ নবিকে আউট করে নিজের ১৫৩তম আইপিএল ম্যাচে নিজের ওভারে নিজেই ক্যাচ তুলে নিয়ে অবশেষে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন চাহাল।
আইপিএলের এবারের আসরেও বেশ ভালই সময় যাচ্ছে চাহালের। ১৩টি উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। তার দল রাজস্থানও দুর্দান্ত ফর্মের সঙ্গে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
এই তালিকায় চাহালের পর দ্বিতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের সাবেক ক্রিকেটার ডোয়েইন ব্রাভো। তিনি ১৮৩টি উইকেট নিয়েছেন। ১৮১টি উইকেটের সঙ্গে তৃতীয় স্থানে আছেন পীযূষ চাওলা। চারে আছেন ভুবনেশ্বর কুমার, বর্তমানে হায়দরাবাদের এই পেসার শিকার করেছেন ১৭৪টি উইকেট। ১৭৩ উইকেটের সঙ্গে পঞ্চমে আছেন অমিত মিশ্রা।