মিলান ডার্বি জিতে লিগ শিরোপা ঘরে তুলল ইন্টার
স্বপ্নের মতো এক উপলক্ষ্য এসেছিল ইন্টার মিলানের সামনে। সান সিরোতে চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারালেই পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হবে তাদের। এমন সুযোগ তো আর হেলায় হারানো যায় না। ইন্টার দুই হাত প্রসারিত করে সে সুযোগ লুফে নিয়েছে। মিলানকে ২-১ গোলে হারিয়ে ২০তম বারের মতো ঘরে তুলেছে স্কুদেত্তো।
সান সিরো ইন্টার এবং মিলান দুই দলেরই ঘরের মাঠ। তবে এই ম্যাচে মিলান ছিল স্বাগতিক। মাঠে তাই মিলানের সমর্থকই বেশি ছিল। তাদের স্তব্ধ করে দিয়েই মিলানকে ছাড়িয়ে গেছে ইন্টার। এতদিন সমান ১৯টি করে লিগ শিরোপা ছিল দুই দলেরই। তবে মিলানকে হারিয়ে কুড়িতম শিরোপা জয়ের মাধ্যমে মিলানের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হল ইন্টার।
সান সিরোতে শুরু থেকেই দাপট ছিল ইন্টারের। আত্মবিশ্বাসে টগবগ করছিল সিমোন ইনজাঘির শিষ্যরা। যার পুরস্কার ১৮ মিনিটেই পেয়ে যায় তারা, ফ্রান্সেসকো আকেরবির গোলে এগিয়ে যায় তারা। কর্নার থেকে ধেয়ে আসা বলে ফ্লিক করেন বেঞ্জামিন পাভার, তাতে মাথা ছুঁইয়ে ইন্টার সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন আকেরবি।
এই গোলে পাওয়া লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার। বিরতির মিনিট চারেক পরই আরও এক গোল ইন্টারের। মাঝমাঠ থেকে আসা লং বল ধরে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন মার্কাস থুরাম। ২-০।
মিলানের ইংলিশ ডিফেন্ডার ফিকায়ো টমরি ৮০ মিনিটে একটা গোল শোধ দিয়েছিলেন বটে, কিন্তু ততক্ষণে যে বড্ড দেরি হয়ে গেছে। শেষদিকে দুই দলের খেলোয়াড়রাই মেজাজ হারিয়েছিলেন, তাতে মিলানের থিও এর্নান্দেজ এবং দাভিদে কালাব্রিয়া ও ইন্টারের ডেনজেল ডামফ্রিসকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
তাতে অবশ্য ইন্টারের লিগ শিরোপার উৎসবে ভাঁটা পড়েনি। পাঁচ ম্যাচ হাতে রেখে ১৭ পয়েন্টের লিড নিয়ে লিগ জয়, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের গায়ে জ্বালা ধরিয়ে-এমন উৎসবের সুযোগ তো আর বারবার আসে না!