ভারত ম্যাচে নেই সাকিব, অধিনায়ক শান্ত

ভারত ম্যাচে নেই সাকিব, অধিনায়ক শান্ত

ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত।

সাকিব এই ম্যাচে খেলবেন কিনা সেটা ম্যাচের আগের রাত পর্যন্ত অনিশ্চিত ছিল। পায়ের চোটের সমস্যায় ভুগছিলেন তিনি। সেই চোটেই শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব।

ম্যাচের আগের দিনে তার সেই চোটের স্ক্যান করানো হয়েছিল। কোচ চন্দিকা হাথুরুসিংঙ্গে জানিয়েছিলেন, মেডিকেল রিপোর্টে সবুজ সংকেত থাকলে সাকিব এই ম্যাচে খেলবেন। নইলে তাকে ছাড়াই খেলবে বাংলাদেশ।

শেষ পর্যন্ত হলোও তাই সাকিব। বৃহস্পতিবার দুপুরে পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের স্টেডিয়ামে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে টস করতে নামেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

সম্পর্কিত খবর