ভারতীয় নারী ক্রিকেট দল সিলেটে

ভারতীয় নারী ক্রিকেট দল সিলেটে

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল। কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে নেমেছে তারা।

গেল বছরই ভারত নারী দল বাংলাদেশে সফর করে গিয়েছিল। তার এক বছর না ঘুরতেই আবার বাংলাদেশে এলেন হরমনপ্রীত কর, স্মৃতি মান্দানারা।

বছরের শেষ দিকে বাংলাদেশে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

সেমিফাইনালের আগ পর্যন্ত বিশ্বকাপের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও হবে ওখানেই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ হবে। পরের দুই ম্যাচ হবে আউটার স্টেডিয়ামে। এরপর শেষ টি-টোয়েন্টিটা আবার হবে মূল স্টেডিয়ামে। সিলেট স্টেডিয়ামের ম্যাচগুলো হবে সন্ধ্যায়, ৬টা ৩০মিনিটে শুরু হবে তিনটি ম্যাচ; আর আউটারের ম্যাচদুটি শুরু হবে দুপুর ২টায়।

ভারত বাংলাদেশে এল আজ ২৩ এপ্রিল। তার চার দিন পর ২৮ এপ্রিল শুরু হবে সিরিজ। এরপর ৩০ এপ্রিল আর ২ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ৬ আর ৯ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি। তার পরের দিনই বাংলাদেশ ছেড়ে যাবে ভারত নারী দল।

দুই দল গেল বছরও মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মাটিতে। তখন অবশ্য টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেও খেলেছে দুই দল। টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ হেরেছিল ২-১ ব্যবধানে। ওয়ানডে সিরিজটা ১-১ ড্র করেছিল দুই দল।

গেল বছরটা দারুণ কেটেছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে ওই সিরিজ ড্রয়ের পর ওয়ানডেতে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

তবে চলতি বছরের শুরুটা ভালো হয়নি তাদের। অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই সিরিজেই হেরেছে ৩-০ ব্যবধানে। সে দুঃসময়টা ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই পেছনে ফেলতে চাইবেন জ্যোতিরা। সামনে যে অপেক্ষা করছে ঘরের মাঠে বিশ্বকাপ!

সম্পর্কিত খবর