জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক স্কোয়াডে নেই সাকিব-মুস্তাফিজ

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক স্কোয়াডে নেই সাকিব-মুস্তাফিজ

আইপিএল নাকি জিম্বাবুয়ে সিরিজ, মুস্তাফিজুর রহমানের কোথায় খেললে ‘উপকার’ বেশি হবে, তা নিয়ে শেষ দেড়-দুই সপ্তাহে আলোচনা-সমালোচনার ঝড় কম বয়ে যায়নি। সেই জিম্বাবুয়ে সিরিজের জন্য ১ মে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে চলে আসতে হবে বাঁহাতি এই পেসারকে। তবে যে সিরিজের জন্য দেশে আসছেন, সে সিরিজের প্রাথমিক স্কোয়াডেই কি না জায়গা হলো না মুস্তাফিজের!

আজ জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৭ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সেখানে মুস্তাফিজ তো নেই; সেখানে জায়গা হয়নি আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানেরও। তখন সাকিবের ব্যস্ত থাকার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে! 

এদিকে মুস্তাফিজ সাকিবের সঙ্গে জায়গা হয়নি আরেক তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজেরও। তার জায়গায় দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে ঢুকে পড়েছেন শেখ মাহেদি হাসান ও রিশাদ হোসেন।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম্যান্সের সুবাদে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া তানভির ইসলামও ঠাই পেয়েছেন ১৭ সদস্যের এই দলে। শেষ কয়েক দিন ধরে আলোচনায় থাকা মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন এই স্কোয়াডে। আছেন চোটের সঙ্গে লড়তে থাকা সৌম্য সরকারও। 

 

বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৌম্য সরকার।

সম্পর্কিত খবর