সিরিজের সময় ডিপিএলে মনোযোগ সাকিবের!
জিম্বাবুয়ে সিরিজের জন্য ‘প্রাথমিক স্কোয়াডে’ ডাক পেয়েছেন ১৭ ক্রিকেটার৷ সেই তালিকা দিল বড়সড় এক চমক। সাকিব আল হাসান নেই, মুস্তাফিজুর রহমানও নেই।
এই স্কোয়াডটাকে মূলত ‘প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড’ বলছে বিসিবি। মূলত সে কারণেই সাকিব নেই এখানে। সিরিজ যখন চলবে, তখন তাকে দেখা যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে! শেখ জামাল কোচ সোহেল ইসলামকে সাকিব জানিয়েছেন, দলটির হয়ে ম্যাচদুয়েক খেলতে পারেন তিনি। যার ফলে বাংলাদেশের ক্যাম্প তো বটেই, সিরিজের গোটা দুয়েক ম্যাচও মিস করতে পারেন তিনি।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার আউটকামটা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন। আসলে ডিপিএলে একটা দুটো ম্যাচ খেলার সম্ভাবনা আছে। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু ক্রিকেটিং স্কিল প্র্যাকটিসের সুযোগ থাকবে, ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান… তারপরও আমরা চাইব ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, শেষ দিকে হলেও যেন তিনি খেলার সুযোগ পান।’
প্রস্তুতি ক্যাম্প মিস করবেন সাকিব। তবে তিনি যখন ফিরবেন, তখনও স্কিল নিয়ে কাজ করার সুযোগ থাকছে স্টাফদের সঙ্গে, মনে করেন লিপু, ‘যে কোনো খেলোয়াড়কে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তিনি বিদেশ থেকে আসবেন সফর করে, ভ্রমণক্লান্তি থাকতে পারে, তবে ডেফিনিটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে তবেই ম্যাচে ফিরতে হবে, যত দ্রুত সম্ভব। সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব।’
মুস্তাফিজকে এই সিরিজ দিয়ে ফেরানোর বিষয়ে বিসিবির ভাষ্য ‘টিম বন্ডিং’য়ে অংশ নেওয়া। তবে সাকিব তার অভিজ্ঞতার কারণে কিছুটা হলেও এগিয়ে, বিশ্বাস লিপুর। তিনি বলেন, ‘টিম বন্ডিংয়ের ব্যাপারে আমার মনে হয় হি নৌজ হাউ টু জেল উইথ দ্য টিম। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ অ্যামেরিকাতে গিয়ে আমরা ৩ ম্যাচ খেলব, বিশ্বকাপ শুরুর আগে অনেকগুলো খেলা, অনেকগুলো দিন আছে তারা একসঙ্গে কাটাতে পারবে।’