মুস্তাফিজকে নিয়ে যে পরিকল্পনা বিসিবির
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে রাখেনি। সিরিজ শুরু হলেও তাকে পাওয়া যাবে কি না, তা নিয়েও আছে সন্দেহ। যদিও আইপিএল শেষ করে মুস্তাফিজ ফিরে আসবেন সিরিজ শুরুর আগেই। তবে তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করে রেখেছে বিসিবি, আজ সংবাদ মাধ্যমকে তা-ই জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্প চলবে শুরু হবে আগামী ২৬ এপ্রিল। সেটা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্প যখন চলবে, তখন মুস্তাফিজের এনওসিই শেষ হবে না।
আগামী ১ মে পর্যন্ত আইপিএলে থাকবেন তিনি। দেশে ফিরবেন তার পরদিন। যে কারণে প্রথম ম্যাচে তাকে পাবে না বাংলাদেশ, তা একরকম নিশ্চিতই।
বিসিবির ভাবনা আবার একটু ভিন্ন। মুস্তাফিজ দেশে ফিরলেই তাকে মাঠে নামিয়ে দেওয়ার পক্ষপাতী নয় টিম ম্যানেজমেন্ট। দেশে এলে আগে তাকে একটা স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। সেখানে পরীক্ষা করা হবে টানা খেলার ফলে তার শরীর অবসন্ন হয়ে পড়ল কি না, কিংবা আরও টানা দুই মাস খেলার মতো পরিস্থিতিতে তার শরীর আছে কি না।
লিপু বলেন, ‘আমার ধারণা প্রথম ম্যাচে উনি অ্যাভেইলেবল থাকবেন না। উনি আসবেন, ওনাকে আমাদের মেডিক্যাল দলের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। তারপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস যে তিনি ফার্স ম্যাচে থাকবেন না।’
সে পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে জিম্বাবুয়ে সিরিজে তার খেলা না খেলা। ফল ভালো হলে ঢাকার দুই ম্যাচের দুটো কিংবা একটিতে দেখা যেতে পারে তাকে। না হলে তাকে দেওয়া হতে পারে বিশ্রাম। সেক্ষেত্রে অন্যদের বাজিয়ে দেখার সুযোগটাও পেয়ে যাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।