সুযোগ শেষ হয়ে যায়নি মিরাজের

সুযোগ শেষ হয়ে যায়নি মিরাজের

মেহেদি হাসান মিরাজ টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ, গুরুত্বপূর্ণও বৈকি! তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শেষ কিছু দিনে নিজের জায়গাটা নড়বড়েই হয়ে গেছে তার। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হারাতে পারেন তিনি। 

সবশেষ টি-টোয়েন্টিটা তিনি খেলেছেন গেল বছরের জুলাইয়ে, ঘটনাবহুল আফগানিস্তান সিরিজে। এরপর থেকে বাংলাদেশ খেলেছে ছয়টি টি-টোয়েন্টি। তার একটিতেও ছিলেন না তিনি। 

গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তিনি ছিলেন সহ-অধিনায়ক। তবু টি-টোয়েন্টি সিরিজে একটা ম্যাচেও মাঠে নামা হয়নি তার। এরপর শ্রীলঙ্কা সিরিজে ছিটকে গেছেন স্কোয়াড থেকেই। এবার জিম্বাবুয়ে সিরিজেও দলে জায়গা পেলেন না তিনি। 

তার এই দল থেকে ছিটকে যাওয়ার কারণ হচ্ছে, স্পিনিং অলরাউন্ডারের ভূমিকায় শেখ মাহেদি হাসানের কার্যকারিতা। দুজনই ডানহাতি ব্যাটার, ডানহাতি অফ স্পিনার। তবে টি-টোয়েন্টির বিচারে শেখ মাহেদি বেশি কার্যকর মিরাজের তুলনায়।

সঙ্গে যোগ করতে পারেন রিশাদ হোসেনের উত্থানকেও। স্পিনিং অলরাউন্ডার ভূমিকাই যদি আমলে আনা হয়, তাহলে লেগ স্পিন আর শেষ দিকে পাওয়ার হিটিংয়ের দক্ষতা রিশাদকে এগিয়ে দেয় শেখ মাহেদির চেয়েও। মূলত এই দুই জনের কাছে দল থেকে জায়গা হারিয়েছেন মিরাজ।

তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য আশা দেখছেন এখনও। এই দলটাই বিশ্বকাপের দল কি না, সে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি টেনে আনেন মিরাজ প্রসঙ্গ। বলেন, ‘যদি কোনো অফ স্পিনারের চোট হয়, তাহলে মেহেদি মিরাজ ঢুকতে পারে। তাকে এখানে নেওয়া হয়নি। তার টি-টোয়েন্টি নিয়ে যথেষ্ট জ্ঞান আছে, তার কোচ তাকে যে দিক নির্দেশনা দেবে সে বিষয়ে।’

তবে প্রধান নির্বাচকের এই বক্তব্য থেকে অন্য একটা দিকও বেরিয়ে আসছে। আর তা হলো, দৈব দুর্বিপাক না ঘটলে মিরাজ উঠছেন না উইন্ডিজ-যুক্তরাষ্ট্রগামী বিমানে।

সম্পর্কিত খবর