অবশেষে স্বস্তি দিল ওপেনিং

অবশেষে স্বস্তি দিল ওপেনিং

‘আমার মনে হয় ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি। ওপেনিংটাই বাদ দিয়ে দেই’ – কথাগুলো নাজমুল হোসেন শান্তর, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে যিনি আজ বাংলাদেশের অধিনায়ক।

কাকতাল বলুন আর যাই বলুন, তার অধীনে এসেই যেন জ্বলে উঠল দলের উদ্বোধনী জুটি। লিটন দাস আর তানজিদ হাসান তামিম দলকে এনে দিলেন এবারের বিশ্বকাপের প্রথম পঞ্চাশোর্ধ্ব ওপেনিং জুটি।

এবারের বিশ্বকাপে ওপেনিং রীতিমতো দলের মাথাব্যথার কারণই হয়ে ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ প্রথম বলেই, অন্য দুই ম্যাচেও ২০ ছুঁতে পারেনি জুটি। সে কারণে ওপেনিং নিয়ে চাপও ছিল বেশ। সঙ্গে দুই ওপেনারও কাটাচ্ছিলেন বাজে সময়, রান ছিল না কারো ব্যাটেই।

তবে সব কিছু ভারত ম্যাচে এসে পেছনে ফেললেন তানজিদ তামিম আর লিটন দাস। শুরু থেকে ভারতের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন ওপেনার তানজিদ তামিম। লিটন অবশ্য শুরুতে একটু সমঝে খেলছিলেন। সময়ে পেরোনোর সঙ্গে সঙ্গে তিনিও হাত খোলেন।

তানজিদ পেয়ে যান প্রথম ফিফটির দেখা। আর বাংলাদেশ ভেঙে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড। ১৯৯৯ বিশ্বকাপে মেহরাব হোসেন অপি আর শাহরিয়ার হোসেনের ৬৯ রানের জুটিকে দুইয়ে ঠেলে তামিম-লিটন জড়ো করেন ৯৩ রান। 

তবে এরপরই অবশ্য তামিম ফিরেছেন কুলদিপ যাদবের বলে এলবিডব্লিউর শিকার হয়ে। তবে তার আগে যা করে গেছেন লিটনকে সঙ্গে নিয়ে, তা দলকে স্বস্তি এনে দিয়েছে নিশ্চিতভাবেই।

সম্পর্কিত খবর