অভিজ্ঞতায় ঠাসা দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে
আসছে মাসেই বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। স্কোয়াডে প্রাধান্য পেয়েছে অভিজ্ঞ ক্রিকেটাররাই। এর বাইরে নতুন মুখ জনাথন ক্যাম্পবেল। এই সিরিজে জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটার স্টুয়ার্ট মাতসিকেনেরিকে।
অলরাউন্ডার জোনাথন ক্যাম্পবেল ১৫ সদস্যের দলে একমাত্র আনক্যাপড খেলোয়াড়। তার বাবা অ্যালিস্টার ক্যাম্পবেল জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৬০টি টেস্ট ও ১৮৮টি ওয়ানডে। বাবা ব্যাটিং অলরাউন্ডার হলেও ছেলে পুরাদস্তুর অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনে নজর কেড়ে অভিষেকের অপেক্ষায় এখন জোনাথন। এর বাইরে দলে ফেরানো হয়েছে তাদিওয়ানাশে মারুমনি এবং ফারাজ আকরামকে। বাকিদের সবাই সবশেষ জানুয়ারিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন।
দলের ব্যাটারদের মধ্যে আছেন অভিজ্ঞ সিকান্দার রাজা, শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন। অন্যদিকে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারভা, ক্লাইভ মাদান্ডে এবং তরুণ পেসার ব্রায়ান বেনেট। এর মধ্যে মাদান্ডে, বেনেট এবং ক্যাম্পবেল জিম্বাবুয়ের উদীয়মান দলের হয়ে গত মার্চ মাসে ঘানায় ১৩তম আফ্রিকান গেমসে স্বর্ণপদক জিতেছেন।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৩ মে। এরপর ৫, ৭ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। আর এই তিনটি ম্যাচই হবে বন্দর নগরী চট্টগ্রামে। এরপর সিরিজের শেষ দুটি ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে দলটি। ঢাকায় ১০ ও ১২ মে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।