মুস্তাফিজ নয় শিশিরকে দুষলেন গায়কোয়াড়
এবারের আইপিএল শুরুর আগে থেকেই বলা হচ্ছিল, চেন্নাইয়ের হোম ভেন্যু এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ধীর গতির উইকেট হতে পারে মুস্তাফিজের জন্য আদর্শ। মুস্তাফিজের স্লোয়ার ও কাটারগুলো এই উইকেটে প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে আতঙ্কের নাম। সেই মুস্তাফিজের হাতেই শেষ ওভারে বল তুলে দিয়েছিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে জেতাতে ১৭ রান ডিফেন্ড করতে হতো মুস্তাফিজকে। লক্ষ্ণৌয়ের বিপক্ষে যা প্রথম তিন বলেই দিয়ে এসেছেন মুস্তাফিজ। আর তাতেই জেতা ম্যাচ হেরে বসেছে তার দল। এমন হারের পর মুস্তাফিজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির ভক্তরা। ম্যাচ হারায় দুষছেন মুস্তাফিজকে। তবে দলটির অধিনায়ক রুতুরাজ অবশ্য কোনো দোষ দিচ্ছেন না মুস্তাফিজের। তার মতে, শিশিরের কারণেই ম্যাচটা হেরে গেছে তার দল।
ম্যাচ হারের কারণ সম্পর্কে বলতে গিয়ে রুতুরাজ বলেন, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন। এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন জাদেজা। ব্যাট করতে নেমেছিলেন ৪ নম্বরে। তবে ব্যাট হাতে অবশ্য ব্যর্থও হয়েছেন তিনি। করেছেন ১৯ বলে ১৬ রান। তা না হলে হয়তো চেন্নাইয়ের সংগ্রহটা আরও বড় হতে পারত। যা নিয়ে চেন্নাই অধিনায়ক বলেন, ‘জাদেজাকে আমরা চার নম্বরে নামিয়েছি। কারণ পাওয়ারপ্লেতেই আমরা দুই উইকেট হারিয়েছি। এজন্য জাদেজাকে নামিয়েছি। দুই উইকেট পড়লে জাদেজা ব্যাটিংয়ে আসবে। এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল। তবে আমার মনে হয় আমাদের দলীয় রান কম হয়েছে। অবশ্য লক্ষ্ণৌ যেভাবে ব্যাট করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হয়।’