শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুজ-চামিরা

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ম্যাথুজ-চামিরা

বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙতে পারছে না শ্রীলঙ্কা। সবশেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। তার ওপর চোট আতঙ্ক ছড়াচ্ছে দলটিতে। এই অবস্থায় রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে ডাকা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও পেসার দুশমন্থ চামিরাকে।

চলতি বিশ্বকাপে লঙ্কানদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে তাদের বোলাররা। ব্যাটাররা রান পেলেও বোলারদের কারণে ম্যাচ হারতে হচ্ছে দলকে। তাছাড়া লম্বা টুর্নামেন্ট হওয়ায় চোট নিয়ে শঙ্কা থাকছেই। এরইমধ্যে চোটের কারণে ছিটকে যেতে হয়েছে দলটির নিয়মিত অধিনায়ক দাসুন শানাকাকে। এই অবস্থায় ভবিষ্যতের কথা মাথায় একজন পেসারকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

কোনো কারণে দলের কোনো পেসার চোটে পড়লে তার জায়গায় সুযোগ পেতে পারেন চামিরা। অন্যদিকে ব্যাটিং ও বোলিংয়ে দুই দিকে ভারসাম্য আনতে সুযোগ বুঝে দলে ফেরানো হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার ম্যাথুজকেও।

যদিও বিশ্বকাপ দলে সুযোগটা হেলায় হারিয়ে ছিলেন ম্যাথুজ। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে তাকে সুযোগ করে দেওয়া হলেও বিশ্বকাপের টিকিট কাটতে পারেননি তিনি। তিন ম্যাচে তার রান যথাক্রমে ১৮, ০ ও ১২। তবে লঙ্কানদের মিডল অর্ডার দায়িত্ব নিতে না পারায় বাধ্য হয়ে ফের তার কাছেই ফিরতে হচ্ছে লঙ্কানদের।

সম্পর্কিত খবর