আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুই মেরুতে শাহিন-বাবর

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:০০ পিএম | ২৪ এপ্রিল, ২০২৪

শাহিন শাহ আফ্রিদি আরও একবার পাকিস্তানের সেরা টি-টোয়েন্টি বোলার বনে গেছেন। আইসিসির সবশেষ র‍্যাঙ্কিং হালনাগাদে উন্নতি হয়েছে তার অবস্থানে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন বিপরীত মেরুতে, অবনতি হয়েছে তার। 

পাক সদ্য সাবেক অধিনায়ক শাহিন দুই ধাপ এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের শুরুটা দারুণভাবে করেছেন। তিন ম্যাচ শেষে তিনি বনে গেছেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীও। এই পারফর্ম্যান্সের ফলে আইসিসির সাপ্তাহিক হালনাগাদে শাহিন উঠে এসেছেন ১৭তম স্থানে। যার ফলে হারিস রউফকে পেছনে ফেলে তিনি বনে গেছেন পাকিস্তানের সেরা বোলার।

এদিকে এই সিরিজে খেলা ইশ সোধির র‍্যাঙ্কিংও উন্নত হয়েছে। শাহিনের ঠিক পেছনে ১৮তম স্থানে আছেন তিনি। এক নম্বর বোলারের জায়গাটা দখলে রেখেছেন আদিল রশিদ।

ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন। এই সিরিজে খেলা বাবর আজমের অবনতি হয়েছে, এক ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন পাঁচে। তবে মোহাম্মদ রিজওয়ান আছেন তালিকার তৃতীয় স্থানেই। পাকিস্তানের সেরা ব্যাটারও তিনিই। 

নিউজিল্যান্ড ওপেনার তিন ধাপ এগিয়ে ২৪তম অবস্থানে আছেন। ওদিকে তার সতীর্থ মার্ক চ্যাপম্যান বড় লাফই দিয়েছেন। তৃতীয় ম্যাচে তিনি অপরাজিত ফিফটি করে ম্যাচসেরা বনে গিয়েছিলেন তিনি। ৪২ বলে ৮৭ রানের ইনিংস খেলে তিনি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১২ ধাপ, তিনি বর্তমানে আছেন ৩৩তম স্থানে।

খেলার দুনিয়া | ফলো করুন :