অধিনায়ক পান্ডিয়ার সমালোচনা, বাংলাদেশকে টেনে আনলেন ওয়াসিম
এবারের আইপিএল শুরুর আগেই নেতৃত্বে বদল আনে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স থেকে এসে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের নেতৃত্বে বসেন হার্দিক পান্ডিয়া। যা নিয়ে শুরু থেকেই ক্ষুব্ধ ছিল দলটির সমর্থকরা। সেই ক্ষোভ পরবর্তীতে আরও বাড়ে দলটি চলমান আইপিএল পারফর্ম না করায়। অধিনায়ক হিসেবে দলগত ব্যর্থতার পাশাপাশি হার্দিক নিজেও পারফর্ম করতে পারছেন না। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। যা নিয়েই এবার কথা বলেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। আর সেই উদাহরণ টানতে গিয়েই ওয়াসিম টেনে এনেছেন বাংলাদেশকে।
চলতি আইপিএল এখন পর্যন্ত ৮ ম্যাচ শেষে মাত্র ৩ জয় মুম্বাইয়ের। শঙ্কায় দলটির প্লে অফের টিকিট। আর এই অবস্থায় দাবি উঠেছে পান্ডিয়াকে সরিয়ে পুনরায় নেতৃত্বে রোহিতকে ফেরানোর। যা নিয়েই এবার নিজের মতামত তুলে ধরেছেন ওয়াসিম। আর সেই মতামত তুলে ধরতে গিয়ে ওয়াসিম জানিয়েছেন, টেনে ধরা কিংবা সমালোচনা করা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কমন সমস্যা।
ওয়াসিম বলেন, ‘এটা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সমস্যা। আমরা কখনই কিছু ভুলি না। আমরা আমাদের বাচ্চাদের বলব, পান্ডিয়ার বাচ্চা জন্ম নিলে তারা যেন তাকে মনে করিয়ে দেয় ২০ বছর আগে সে কেন অধিনায়ক হয়েছিল। আমরা আসলে সামনে এগুতে চায় না।’
কঠিন সময় পার করা অধিনায়ক হার্দিকের পাশে দাঁড়ানোর নিয়ে ওয়াসিম বলেন, ‘ভক্তদের একটু শান্ত হতে হবে। দিন শেষে সে আপনার খেলোয়াড়। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং তিনিই আপনাকে জিতাতে পারেন। নিজের খেলোয়াড়কে বকা দিয়ে লাভ নেই। আপনি একটু সমালোচনা করতে পারেন, কিন্তু এরপর এগিয়ে যেতে হবে।’