মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের রীতি ঠিক করতে বলছেন ভোগলে

মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের রীতি ঠিক করতে বলছেন ভোগলে

এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা হয়েছে মুস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন নিয়মিতই। এরইমধ্যে দেখে ফেলেছেন মুদ্রার দুই পিঠই। দারুণ পারফরম্যান্সে দলকে যেমন জিতিয়েছেন। তেমনি নিজের সবশেষ ম্যাচে শেষ ওভারে ১৭ রান খরচ করে দলকে ডুবিয়েছেন।

এরপরও তার ওপর আস্থা আছে ফ্র্যাঞ্চাইজটির। মুস্তাফিজকে নিজেদের মূল পেসার হিসেবেই ধরেছিল তারা। তবে এবার তাদের সেই পরিকল্পনায় বাধ সেধেছে বিসিবি। মুস্তাফিজের এনওসির মেয়াদ আগামী ১ মে শেষ হওয়ায় আইপিএল ছেড়ে দেশের বিমান ধরতে হবে মুস্তাফিজকে। এরপর খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আর বিসিবির এই রীতিতেই সমস্যা দেখছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

কদিন আগে, আইপিএলে মুস্তাফিজের শেখার কিছু নেই মন্তব্য করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। যা নিয়েও বিসিবির ভাবনার সমালোচনা করেছেন ভোগলে।

মুস্তাফিজকে নিয়ে ভোগলে বলেন, ‘মুস্তাফিজ ১ মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মুস্তাফিজের জন্য বেশি ভালো। ডোয়াইন ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশিদিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিংয়ের সঙ্গটা অন্য রকম ব্যাপার।’

ভোগলে আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ডিরেক্টর যা বলেছে আশা করি তা মিথ্যা হবে। কারণ সে বলেছে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠছে কোথায় তাহলে তার জন্য ভালো। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মোস্তাফিজের জন্য খুবই ভালো। কারণ এখানে সে দারুণ বোলিং করছে।’

সম্পর্কিত খবর