ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের আয় বেড়ে হতে পারে ৯৯ লাখ টাকা!
আইপিএল না খেলা ক্রিকেটাররা যেন নিজেদের বঞ্চিত মনে না করেন, সেজন্যে ঘরোয়া ক্রিকেটারদের সম্মানী বাড়ানোর বিষয়ে ভাবছে বিসিসিআই। এই লক্ষ্যে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে দায়িত্বও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যাদের কাছ হবে বিসিসিআইকে এই পদক্ষেপটা বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে পরামর্শ প্রদান করা। এখনই হয়তো কোনো ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা আসবে না, তবে এই বিষয়ে নির্বাচক কমিটি ইতোমধ্যেই আলোচনায় বসে গেছে।
বিসিসিআইয়ের ভাবনায় ভিন্ন ভিন্ন পরিকল্পনা আছে। তবে একটা বিষয়ে বিসিসিআইয়ের সবাই একমত, আর সেটা হলো, ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের সম্মানী অন্তত দ্বিগুণ করতে হবে। বোর্ডে এমন ভাবনাও আছে যে ক্রিকেটারদের এমন জায়গায় রাখতে হবে যেন একজন খেলোয়াড় বার্ষিক ১০টি রঞ্জি ট্রফির ম্যাচ খেললে ৭৫ লাখ থেকে ১ কোটি রূপির মতো আয় থাকে।
বিসিসিআই বর্তমানে ৪০টির বেশি রঞ্জি খেলা ক্রিকেটারকে প্রতি দিনের জন্য ৬০ হাজার রুপি করে দেয়, ২১ থেকে ৪০ ম্যাচ খেলা ক্রিকেটারকে দেওয়া হয় ৫০ হাজার রুপি, ২০ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার পান ৪০ হাজার রুপি করে। রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা পান যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার রুপি করে।
এই পে স্কেলে একজন সিনিয়র ক্রিকেটার তার দল যদি ফাইনালে খেলে, তাহলে ২৫ লাখ ভারতীয় রুপি আয় করতে পারেন, এছাড়াও ক্রিকেটাররা ১৭ লাখ থেকে ২২ লাখ রুপির মতো আয় করতে পারেন।
বিসিসিআইয়ের সাদা বলের অন্য টুর্নামেন্ট যেমন বিজয় হাজারে ট্রফি, মুশতাক আলি ট্রফির প্রতি ম্যাচের সম্মানীও বাড়বে পাল্লা দিয়ে। আগামী মৌসুম থেকেই খেলোয়াড়দের আয় বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের বেতন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই।