পাকিস্তান যেতে ভারতের নখরা, চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে!

পাকিস্তান যেতে ভারতের নখরা, চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে!

সবশেষ পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনে পানি ঢেলে দিয়েছিল ভারত। তাদের দাবির মুখে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয়েছে পাকিস্তানকে। ভারত পাকিস্তানে না গিয়ে তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলঙ্কায়। আর এই দুই দেশে এশিয়া কাপ আয়োজন করতে গিয়ে পাকিস্তানের খরচ বেড়ে গিয়েছিল কয়েকগুণ। তাই নতুন করে ফের পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের কথা থাকায় ভারতকে নিয়ে দুশ্চিন্তা থাকছেই।

সেই দুশ্চিন্তা আরও বেড়েছে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সির খরবে। বিসিসিআইয়ের সূত্রে সংবাদ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের মাটিতে পা রাখবে না ভারত। আর সেই খবর প্রকাশিত হয়েছে ভারতের নাম করা প্রায় সব মিডিয়াতেই। আর তাতেই পাকিস্তানের কপালে চিন্তার ভাজ বাড়ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন ঘিরে।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আক্ষেপের কথা জানিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার সেই আক্ষেপের সঙ্গে সুর মিলিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। ভারতকে প্রতিবেশীর হক মনে করিয়ে দিয়েছিলেন তিনি। সে কারণেই পাকিস্তান সফরে যাওয়া নিয়ে বিসিসিআইয়ের ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে বোর্ডের সূত্র সংবাদ সংস্থাটি জানিয়েছে, ‘দ্বিপাক্ষিক সিরিজের কথা ভুলে যান। ভারত সম্ভবত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতেও পাকিস্তানে পা রাখবে না। তাদের সম্ভবত ভেন্যু পরিবর্তন করতে হবে। হাইব্রিড মডেলেও হতে পারে।’

ভারত পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে না গেলেও ভারত বিশ্বকাপে ঠিকই খেলে গেছে পাকিস্তান। তাই প্রশ্ন ছিল তবে ভারত কেন সেখানে যাবে না। যার উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তানে যেতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেশটির সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে হবে। আর এখানেই হলো সমস্যা। কেননা, বর্তমানে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক মোটেও ভালো নয়। তবে হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির ইভেন্ট। কাজেই এটা ভারতের জন্যও কঠিন। তবে সত্যি বলতে সরকার সবুজ সংকেত না দিলে কিছুই করার নেই ভারতের। আর দ্বিপাক্ষিক সিরিজ সুদূর ভবিষ্যৎতে আমি দেখতে পাচ্ছি না।’

সম্পর্কিত খবর