শিরোপা ধরে রাখবে ইংল্যান্ড, আত্মবিশ্বাসী আদিল রশিদ
২০২৩ বিশ্বকাপটা ইংল্যান্ড ভুলেই যেতে চাইবে। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে গিয়েছিল ভারতে, ফিরেছে ১০ দলের মধ্যে ৭ম হয়ে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে, এই টুর্নামেন্টেও শিরোপা ধরে রাখার মিশন নিয়েই যাচ্ছে দলটা। তবে এবার এমন কিছুর পুনরাবৃত্তি ঘটবে না, ইংল্যান্ড শিরোপা ধরে রাখবে, এ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ইংলিশ স্পিনার আদিল রশিদ।
গোটা ইংল্যান্ডজুড়ে টেপ-বল টুর্নামেন্ট আয়োজন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তার উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন আদিল। তিনি বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটটা পুরোপুরি আলাদা একটা ফরম্যাট।’
টি-টোয়েন্টি ফরম্যাটে রেকর্ড দুটো বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। প্রথম শিরোপাটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ২০১০ সালে। প্রায় ১৪ বছর পর এবার সেই ক্যারিবীয় দ্বীপেই ফিরে যাচ্ছে বিশ্বকাপ। সেখানে সংখ্যাটাকে তিনে উন্নীত করার আশা আদিলের।
তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমাদের সে দলটা আছে, মানসিকতা আছে। আমাদের খেলোয়াড় আছে, অভিজ্ঞতা আছে। যদি একই রকম বিশ্বাস নিয়ে আমরা সেখানে যেতে পারি, আমি মনে করি, আমরা আবারও শিরোপা জিততে পারব।’
‘আপনার চ্যাম্পিয়নের মানসিকতাটা থাকতে হবে। আমরা অতীতে কী হয়েছে, তা নিয়ে মোটেও ভাবছি না। বাজে বিশ্বকাপ, খেলোয়াড়দের ফর্ম না থাকা নিয়ে ভাবছি না আদৌ। কারণ একটা টুর্নামেন্টে কিংবা প্রথম ম্যাচের পর পরিস্থিতিটা দ্রুতই বদলে যায়। হতে পারে এর আগে আমরা ভালো খেলছি না, কিন্তু টুর্নামেন্ট শুরু হলো, খেলোয়াড়রা ভালো খেলতে শুরু করল, দলও ভালো খেলতে শুরু করল; ছন্দটা পুরোপুরি বদলে গেল আর বিশ্বকাপ জিতে গেল… এমন হতেই পারে।’
এবারের আইপিএলে রান হচ্ছে দেদারসে। দলগুলো ২৫০ও পেরিয়ে যাচ্ছে অবলীলায়। আদিলও জানালেন, স্বাধীনতা নিয়ে খেললে এমন রান তোলা অসম্ভব কিছু নয়। তিনি বলেন, ‘যদি আপনি অনেক বেশি পরিকল্পনা নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন, তাহলে আপনি ১৭০-১৮০তে আটকে রাখার সুযোগ তৈরি করে দেন। কিন্তু যদি আপনি আসলেই স্বাধীনতা নিয়ে খেলেন, তাহলে আপনি ২৫০-৩০০ ও করে ফেলতে পারেন।’
মে মাসের শেষ দিকে ইংলিশরা নিজেদের মাঠে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড।