চট্টগ্রামে ‘রুদ্ধদ্বার’ অনুশীলন করবে বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশ ঢুকে পড়বে বিশ্বকাপের বলয়ে। ৫ ম্যাচের সিরিজ শেষ করতেই সামনে চলে আসবে যুক্তরাষ্ট্র যাত্রার সময়। এরপর তো বিশ্বকাপই। লম্বা এই সূচির জন্য প্রস্তুতি ক্যাম্পটা খুব বড় করতে পারছে না বাংলাদেশ। ২৬ থেকে ২৮ এপ্রিল, তিন দিন সময় পাচ্ছে দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই অনুশীলন সেশনটা রূদ্ধদ্বার অনুশীলন হবে। আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এই ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
সাধারণত দল যখন অনুশীলন করে, সংবাদ মাধ্যম তার ছবি আর ভিডিও ফুটেজ সংগ্রহ করার সুযোগ পায়। তবে আসছে এই অনুশীলন ক্যাম্পে সে সুযোগটা থাকছে না মিডিয়ার।
এমন কিছু অবশ্য নতুন কিছু নয় আদৌ। গেল বছরের আগস্টে এশিয়া কাপের ঠিক আগে অনুশীলন সেশনের দুয়ারটা বন্ধ করে দিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার জিম্বাবুয়ে সিরিজ আর বিশ্বকাপের আগেও একই ঢঙে অনুশীলনে নামবে বাংলাদেশ।
এর আগে গতকাল অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। সে দলে সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানের নাম নেই। আইপিএল শেষ করে মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২ মের পরে। আর সাকিব যুক্তরাষ্ট্র থেকে তার আগে দেশে ফিরলেও প্রথম তিন ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আগামী ২৮ এপ্রিল প্রস্তুতি ক্যাম্প শেষে ঘোষণা করা হবে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল।
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।