টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ওয়াইল্ড কার্ড’ ধোনি
জাতীয় দলকে বহু আগেই বিদায় বলে দিয়েছেন এমএস ধোনি। এই ৪২ বছর বয়সী অবস্থান করছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। খুব সম্ভবত এটাই তার শেষ আইপিএল। তবে আইপিএলে ব্যাট হাতে যেই দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি; তাতে দাবি উঠেছে তাকে বিশ্বকাপ দলে সুযোগ করে দেওয়ার। কেননা, তার বিদায়ের পর যে কখনোই বিশ্বকাপ শিরোপার স্বাদ পাওয়া হয়নি ভারতের। তাই, শেষ বেলায় তাকে দিয়েই ভারতের বিশ্বকাপ আক্ষেপ ভুলতে চান ধোনি ভক্তরা।
এক্ষেত্রে অবশ্য ধোনির নিজের মতামতটাই সবার আগে। কেননা, বিশ্বকাপ চলাকালীন সময় ধোনির বয়স হবে ৪৩। আর এই বয়সে বিশ্বকাপের মতো এত বড় আসরে তিনি নিজে থাকবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে সেই শঙ্কা দূরে ঠেলে ধোনি নিজে যদি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নেন; তাতে যে খুশিই হবে ভারতীয় সমর্থকরা; তা মনে করিয়ে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারণ ফিঞ্চ তো ধোনিকে দেখছেন বিশ্বকাপের ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবেই।
ওয়াইল্ড কার্ড বলতে সাধারণত বোঝায় কোনো অচেনা চরিত্রকে। যে পুরো দলকেই প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখে। আর ভারতীয় দলে ফিরলে ধোনিও যে হবেন তেমনটি; সেটিই মনে করিয়ে দিয়েছেন ফিঞ্চ। বলেন, ‘এমএস ধোনিকে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে খেলতে দেখতে পারি। আসলে এটা হবে ওয়াইল্ডেস্ট কার্ড।’
চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ধোনি। এখন পর্যন্ত ৬ ম্যাচে ব্যাট হাতে নেমে আউট হননি একবারও। এ পর্যন্ত মোকাবেলা করেছেন মোটে ৩৫ বল। যেখানে ২৬০ স্ট্রাইক রেটে করেছেন ৯১ রান। যা অবাক করেছে সবাইকেই। আর এমন ধোনি ভারতের হয়ে বিশ্বকাপে খেললে যে মোটেও তা বাকিদের প্রতি অবিচার হবে না তা জানিয়েছেন ইরফান পাঠান।
ধোনিকে নিয়ে তিনি বলেন, ‘যদি সে বলে যে সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায়, তাহলে কেউ তাকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলবে না। কারো এতে কোনো সমস্যা হবে না। কারণ সে খুব ভালো ব্যাটিং করছে।’