চোটের কারণে ছিটকে গেলেন রিজওয়ান

চোটের কারণে ছিটকে গেলেন রিজওয়ান

বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। ঠিক এই সময় এসে দুঃসংবাদ শুনল পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে দলের সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান চলে গেছেন মাঠের বাইরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে পাকিস্তানের। তিন ম্যাচ শেষে ১-১ সমতায় আছে সিরিজটা। মোহাম্মদ রিজওয়ান দুই ম্যাচে যথাক্রমে ৪৫ ও ২২ রান করেন। তবে শেষ ম্যাচের ইনিংসটা খেলতে গিয়ে চোটে পড়েন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে চলে যান মাঠের বাইরে। সেই যে গেলেন, আর ফেরা হলো না তার। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, রেডিওলজি রিপোর্ট দেখে তাকে সিরিজ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রিজওয়ানের চোট অতটা গুরুতরও নয়, জানাচ্ছে পিসিবি। বলা হচ্ছে, এক সপ্তাহ থেকে দশ দিনের মতো মাঠের বাইরে থাকবেন তিনি। এই চোটের কারণে অবশ্য তার আসন্ন ইংল্যান্ড সফর কিংবা বিশ্বকাপের একটা ম্যাচ নিয়েও শঙ্কা নেই বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

রিজওয়ানের আগে আজম খানও সিরিজ থেকে ছিটকে গেছেন চোট নিয়ে। তবে পাকিস্তানকে উইকেটকিপিং নিয়ে ভাবনায় পড়তে হচ্ছে না। আজম খানের বদলে এক ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন হাসিবুল্লাহকে দলে ভিড়িয়েছিল পাকিস্তান। এছাড়াও উসমান খানের অভিজ্ঞতা আছে উইকেটকিপিংয়ের, মুলতান সুলতান্সের হয়ে দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন তিনি।

সম্পর্কিত খবর