১৪ বছর পর এভারটনের মাঠে হেরে লিভারপুলের শিরোপা-স্বপ্নে বড় ধাক্কা
এভারটনের মাঠ গুডিসন পার্কে হারের বিস্বাদ লিভারপুলের এই প্রজন্মের খেলোয়াড়দের কারও নেই। কোচ ইউর্গেন ক্লপেরও নেই। হবে কী করে, সবশেষ হারটা যে এসেছিল ওই ২০১০ সালে!
নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হারের তেঁতো স্বাদটা অবশেষে পেলেন মোহামেদ সালাহরা। তাও পেলেন এমন এক সময়ে যখন দল লড়ছে প্রিমিয়ার লিগ শিরোপার জন্য। কোচ ক্লপ নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে হারলেন একেবারে লিভারপুলে নিজের শেষ ডার্বিতে এসে। অ্যানফিল্ডে এটাই যে তার শেষ মৌসুম।
গত রাতে ২-০ গোলে এভারটনের কাছে হেরেছে লিভারপুল। তাতে দলটার প্রিমিয়ার লিগ স্বপ্নে লেগে গেছে বড় এক ধাক্কা।
মৌসুমের শেষ মার্সিসাইড ডার্বিতে এভারটনের মাঠে লিভারপুল শুরুর গোলটা হজম করেছে নিজেদের ভুলে। জ্যারাড ব্র্যান্থওয়েটের গোলটা শোধ করা হয়নি তাদের। এরপর ৫৮ মিনিটে কর্নার থেকে ডমিনিক ক্যালভার্ট লুইনের গোল অল রেডদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেয়।
এই হারের পর লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৩৪ ম্যাচে ৭৪, শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট সমান ম্যাচে ৭৮; তিনে থাকা সিটি লিভারপুলের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে দুই ম্যাচ।
ডমিনিক ক্যালভার্ট লুইন যখন শেষ গোলটা করলেন, তার কিছুক্ষণ পর থেকেই গুডিসন পার্ক গ্যালারির নীল সমুদ্র থেকে ভেসে আসছিল স্লোগান ‘তোমরা লিগটা আমাদের মাঠেই খুইয়ে গেলে’। আসলেই তাই। লিভারপুলের লিগ জয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে এই এক হারেই! ৪ ম্যাচে ৪ পয়েন্ট খোয়ানো কঠিন; যেমন ফর্মে আছে, তাতে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল করবে বলেও মনে হচ্ছে না আপাতত।