আইপিএলের ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ড গড়লেন মোহিত
আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান হজমের রেকর্ডটা এতদিন ছিল বাসিল থাম্পির দখলে। ২০১৮ আইপিএলে তিনি দিয়েছিলেন ৭০ রান। তবে গত রাতে সেটাকে দুইয়ে ঠেলে দিয়েছেন মোহিত শর্মা। এক ম্যাচে সবচেয়ে বেশি রান হজমের রেকর্ডটা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নিজের করে নিয়েছেন তিনি।
গতকাল বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চার ওভারে তিনি দেন ৭৩ রান। এতগুলো রান হজম করেও একটি উইকেট পাননি তিনি।
এবারের আইপিএলে সব বোলারই বেধড়ক মার হজম করছেন। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডেল স্টেইন তো স্বস্তির নিঃশ্বাসই ফেলেছেন, ভাগ্যিস এই যুগে বল করা লাগছে না তাকে!
গতকাল মোহিত শর্মাও সে কাতারে পড়ে গেলেন। প্রথম তিন ওভারে ৪২ রান দেওয়া এই বোলারের ওপর ভরসা রাখতে হয়েছিল অধিনায়ক শুভমান গিলকে। তবে তার প্রতিদান তিনি দিতে পারেননি। শেষ ওভারে তিনি দেন ৩১ রান। তার শেষ ওভারে দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত চারটি ছক্কা ও একটি চার মারেন। তার ফলে ভেঙে যায় রেকর্ড।
২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের পেসার বাসিল থাম্পি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার ওভারে ৭০ রান দিয়েছিলেন। সে রেকর্ডটা এই ম্যাচে চলে যায় দ্বিতীয় স্থানে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যশ দয়াল। গেল বছর তিনি খেলেছিলেন গুজরাটের হয়ে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চার ওভারে তিনি সেদিন দিয়েছিলেন ৬৯ রান।
মোহিতের রেকর্ডের দিনে হেরেছে তার দলও। ঋষভ পান্তের ৪৩ বলে ৮৮ রানের ঝড়ে ভর করে দিল্লি ২২৪ রানের পাহাড় দাঁড় করায় মাত্র ৪ উইকেট খুইয়েই। জবাবে সাই সুদর্শন আর ডেভিড মিলারের ফিফটিতে গুজরাট খুব কাছেই চলে গিয়েছিল জয়ের। তবে শেষ অঙ্কটা আর মেলাতে পারেনি দলটা। ম্যাচ হারে ৪ রানে।