প্লে অফে যেতে কোহলিদের সামনে যে সমীকরণ
৮ ম্যাচ, ৭ হার। আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা হয়েছে খুব বাজেভাবে। শেষ ছয় ম্যাচের ছয়টিতেই হেরে দলটা এখন আছে পয়েন্ট টেবিলের তলানিতে।
উদ্ভট শোনাতে পারে, এমন বাজে শুরুর পরও প্লে অফে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি তাদের! এমনকি নেট রান রেটের ভাবনা ছাড়াই তাদের শেষ চারে যাওয়ার সম্ভবনা আছে এখনও!
বেঙ্গালুরু কি শেষ চারে যেতে পারবে?
৮ ম্যাচে ৭ হারের পর এমন কিছুকে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু আদতে বেঙ্গালুরুর প্লে অফে যাওয়া অসম্ভব নয় আদৌ। ধরে নেই বেঙ্গালুরু আজ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ থেকে শুরু করে নিজেদের শেষ ছয় ম্যাচের সবকটাতেই জিতল, তারা লিগ পর্ব শেষ করবে ১৪ পয়েন্ট নিয়ে। তখন অন্যান্য ফলাফল নিজেদের পক্ষে এলে নেট রান রেটের ভাবনা ছাড়াই তারা চলে যেতে পারবে প্লে অফে।
কীভাবে? সেক্ষেত্রে শীর্ষ দুই কিংবা তিন দলকে জিততে হবে নিজেদের শেষ ম্যাচগুলোর বেশিরভাগ ম্যাচেই (অতি অবশ্যই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচগুলো ছাড়া), তাহলে বাকি দলগুলো একটা জায়গার জন্য লড়বে। আরসিবির জন্য সবচেয়ে ভালো হয় যদি শীর্ষে থাকা তিন দল রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স টানা জয় নিয়ে শেষ চারে চলে যায়।
ধরে নেই রাজস্থান শেষ ছয় ম্যাচের চারটাতে জিতল, কলকাতা আর হায়দরাবাদ জিতল সাত ম্যাচের ৫টাতে। সেক্ষেত্রে বেঙ্গালুরু ১৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করবে, অন্য সব দল আইপিএল শেষ করবে ১২ কিংবা তার চেয়ে কম পয়েন্ট নিয়ে। বেঙ্গালুরু চলে যাবে শেষ চারে।
বেঙ্গালুরু কি ৩-এ থেকে শেষ করতে পারবে?
সেটাও কি সম্ভব? হ্যাঁ আলবৎ সম্ভব! তবে সেটা কাগজে কলমেই। কীভাবে? চলুন দেখে নেই।
ধরে নেই হায়দরাবাদ আর কলকাতা হঠাৎ ফর্ম খুইয়ে বসল। শেষ সাত ম্যাচের ১টাতে জিতল। লখনৌ সুপার জায়ান্টস নিজেদের শেষ ছয় ম্যাচের পাঁচটাতে জিতল। তখন লখনৌর পয়েন্ট দাঁড়াবে ২০ এ। তখন দলটা রাজস্থানের সঙ্গে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করবে। নিজেদের ছয় ম্যাচের সবকটাতে জেতা বেঙ্গালুরুর তখন ১৪ পয়েন্ট, অন্য ছয় দল থাকবে ১২ পয়েন্টে। এই পরিস্থিতিটা কলকাতা আর হায়দরাবাদের এক দল শীর্ষ দুইয়ে থাকলেও সম্ভব।
আজ সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বসলে?
সেক্ষেত্রেও বেঙ্গালুরুর শেষ চারে যাওয়া সম্ভব। তখন তারা সর্বোচ্চ ১২ পয়েন্ট পেতে পারবে লিগ পর্ব থেকে। তখন আট দলের পয়েন্ট দাঁড়াতে পারে ১২ তে, লড়বে শেষ দুই জায়গার জন্য; শেষ চারের ভাগ্য তখন নির্ধারিত হবে নেট রান রেটের হিসেবে।
তবে এই সব পরিস্থিতির সামনে বেঙ্গালুরু পড়তে পারে যেভাবে, সে সমীকরণটা বেশ সহজ, আগে জেতা শুরু করতে হবে। টানা হারের বৃত্তে থাকা বেঙ্গালুরু তা পারবে তো?