মুস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি দেই না: সুজন
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজের যাত্রাটা শুরু হয়েছিল স্বপ্নের মতো। প্রথম ম্যাচেই শিকার করেছিলেন ৪ উইকেট। পরের তিন ম্যাচেও ছিলেন দলের সবচেয়ে সফল বোলার। দৌড়ে ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকার বোলার পার্পল ক্যাপ জেতার দৌড়ে। সেই তিনিই এখন দলকে ডোবাচ্ছেন।
সবশেষ ম্যাচে লক্ষ্ণৌয়ের বিপক্ষে শেষ ওভারে ১৭ রান খরচ করে দলকে হারিয়েছেন। রান খরচ করেছেন ৫১। যা নিয়ে মুস্তাফিজকে যেতে হচ্ছে কঠিন সমালোচনার মধ্যে দিয়ে। আর সেই সমালোচনায় এবার মুস্তাফিজের ঢাল হয়েছেন খালেদ মাহমুদ সুজন। কঠিন সময়ে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন তিনি।
মুস্তাফিজের বাজে সময়ে তাকে সমর্থন দিয়ে সুজন বলেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মুস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাকে আমাদের সমর্থন করতে হবে। মুস্তাফিজ একা ম্যাচ জেতাবে তাহলে তো বাংলাদেশের আর কোনো পেসারের দরকার ছিল না, মুস্তাফিজ খেললেই হতো।’
শেষ ওভারে মাত্র ৩ বলেই ১৭ রান খরচ করেছেন মুস্তাফিজ। কোনোভাবেই কাবু করতে পারেননি দারুণ ছন্দে থাকা মার্কাস স্টয়নিসকে। যা নিয়ে সুজন বলেন, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মুস্তাফিজের খারাপ দিন যাবে কিংবা তাসকিন-শরিফুলের যাবে। কিন্তু দল হিসেবে যখন আমরা ম্যাচ জিতব তখন ওই খারাপটাকে খারাপ বলা যাবে না। মুস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দেই না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যে কোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’
এদিন মুস্তাফিজকে পরামর্শও দিয়েছেন সুজন, ‘মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সে সব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মুস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’