যে কারণে সিরিজের সময় ডিপিএল খেলবেন সাকিব
৩ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যখন চলবে, তখন সাকিব আল হাসান খেলবেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দুই রাউন্ডে। খবরটা যখন নিশ্চিত করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তখন তা বেশ ধোঁয়াশার সৃষ্টি করেছিল। তবে আজ যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে পরিষ্কার জানিয়েছেন সাকিব।
জিম্বাবুয়ে সিরিজে যে খেলবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানান তিনি। তার কথা, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে।’
তিনি জানান, মূলত কোচ চন্ডিকা হাথুরুসিংহেই তাকে এই ফুরসৎটা দিয়েছেন। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই।’
সাকিব জিম্বাবুয়ে সিরিজের সময় থাকবেন দেশেই। তার ‘প্রস্তুতি’ হিসেবে তিনি খেলবেন ডিপিএলে। তার ভাষ্য, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এ ছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই।’