মাঝ ওভারের ধসে ফিকে ৩০০র আশা
অমন শুরুর পর মাঝের ওভারে এভাবে ভেঙে পড়বে দল, কে ভেবেছিল? তানজিদ হাসান তামিম আর লিটন দাস ১০০ ছুঁইছুঁই ওপেনিং জুটি এনে দিয়েছিলেন। এরপরই যেন রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ল দলের টপ-মিডল অর্ডার। এক সময় ৩০০ ছাড়ানো পুঁজির স্বপ্ন দেখা যাচ্ছিল, সেটা এখন ফিকে হয়ে এসেছে অনেকটাই। যদিও মুশফিকুর রহিম আর তাওহীদ হৃদয় মিলে ধস সামাল দেওয়ার চেষ্টা করছেন এখন, এরপরও।
আগের তিন ম্যাচে বাংলাদেশ শুরুটা পায়নি ঠিকঠাক। পেল আজ। দুই ওপেনার এনে দিলেন ৯৩ রানের উদ্বোধনী জুটি। কিন্তু এরপরই শুরু বাংলাদেশের ধসের। তামিম ফিরলেন প্রথমে। তিনে আসা নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারলেন না। এরপর একই পরিণতি হলো চারে আসা মেহেদি হাসান মিরাজেরও।
লিটন দাস আশা দেখাচ্ছিলেন টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি এনে দেওয়ার। সেটা উবে গেল অহেতুক এক শট খেলে তিনি বিদায় নেওয়াতে। তাতে ক্ষয়রোগের ভয়ও পেয়ে বসে বাংলাদেশকে।
তবে তাওহীদ হৃদয়ের সঙ্গে মিলে মুশফিকুর রহিমের জুটিতে সে শঙ্কা সামাল দেয় দল।