সোশ্যাল মিডিয়ার আলোচনায় হাসি পায় সাকিবের
৩ মে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু। বিশ্বকাপের প্রস্তুতির শুরুও এই ম্যাচ দিয়েই। তবে এই সিরিজের শুরু থেকে বাংলাদেশ পাবে না তাদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে।
এ নিয়ে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে গেছে আলোচনা-সমালোচনার ঝড়। সেসব দেখলে না হেসে পারেন না সাকিব, আজ এক অনুষ্ঠানে জানালেন তিনি নিজেই।
জিম্বাবুয়ে সিরিজের সময় ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। মূলত সোশ্যাল মিডিয়ার আলোচনাটা এ কারণেই।
যদিও সে সময় ডিপিএলে খেলার সিদ্ধান্তটা নিতান্তই তার নয়। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা হয়েছিল তার, তখন লঙ্কান এই কোচ বলেছিলেন, ওই সিরিজে সাকিবের দুই ম্যাচ খেলাটাই যথেষ্ট। বিশ্বকাপের আগে দল নিয়ে খানিকটা পরীক্ষা-নিরীক্ষা অস্বাভাবিক কিছু নয়। হাথুরুসিংহেও সম্ভবত জিম্বাবুয়ে সিরিজে চান তেমন কিছুই। সাকিব তাই ওই সময়টা কাজে লাগাতে চান ডিপিএল খেলে।
তবে তার ওই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার শেষ নেই। সাকিব জানালেন, তা দেখলেই হাসি পায় তার। তার ভাষ্য, ‘আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।’