আইপিএলে সফল হলে অন্য জায়গায় সফল হওয়া সহজ: মুস্তাফিজ
এবারের আইপিএলে মুস্তাফিজের শুরুটা দুর্দান্ত হলেও সেই পারফরম্যান্সে এখন ভাটা পড়েছে। শুরুর দিকে কিপটে বোলিং ও উইকেট তোলায় শীর্ষ উইকেট শিকারি হওয়ার দৌড়েও ছিলেন মুস্তাফিজ। তবে এখন প্রায় নিয়মিতই দলের সবচেয়ে খরুচে বোলারদের তালিকায় উঠছে তার নাম। সবশেষ ম্যাচে তো শেষ ওভারে ১৭ রান দিয়ে দলের হারের কারণও হয়েছেন। যা নিয়ে তাকে শুনতে হচ্ছে সমালোচনাও।
তবে এসব সমালোচনায় অবশ্য খুব বেশি ভীত নন তিনি। চেন্নাইয়ে সুযোগ পেয়ে যে তার স্বপ্ন পূরণ হয়েছে মুস্তাফিজ জানিয়েছেন সেটিও। বৃহস্পতিবার বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের উঠে আসার সংগ্রামী গল্প নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তার দল চেন্নাই সুপার কিংস। যেখানে মুস্তাফিজ শেয়ার করেছেন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আইপিএলে খেলার গল্প।
২০১৬ সাল থেকেই নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজ। শুরুতে সানরাইজার্স হায়দরাবাদ, এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসে। আর এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলছেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে। আর আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিতে খেলা যে তার স্বপ্ন ছিল মুস্তাফিজ জানিয়েছেন সেটিও।
বলেন, ‘২০১৬ সালে যখন আমি আইপিএল খেলা শুরু করি, তখন থেকেই চেন্নাইয়ে খেলা আমার স্বপ্ন ছিল। আর এবার যখন চেন্নাই থেকে ডাক পায় তখন ওই রাতে আমার ঘুম আসতে চাচ্ছিল না।’
আগামী ১ মে শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল অধ্যায়। এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে তাকে। যা নিয়ে অবশ্য পক্ষে বিপক্ষে নানা মত আছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস তো কদিন আগে বলেই দিয়েছেন, আইপিএলে মুস্তাফিজের শেখার কিছু নেই। তবে মুস্তাফিজ নিজে অবশ্য তেমনটি মনে করেন না। পারফরম্যান্সের জন্য আইপিএলকে বেশ এগিয়েই রাখছেন তিনি।
বলেন, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের থেকে আইপিএলে সব দেশের তারকা ক্রিকেটাররা থাকে। আর এখানে যদি আমি সফল হই, তাহলে অন্য জায়গায় সফল হওয়াটা আমার জন্য সহজ হবে বলে আমার কাছে মনে হয়।’