বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন সাকিব

বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন সাকিব

গেল বছর ওয়ানডে বিশ্বকাপের আগে অনেক আশার ফানুস উড়িয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশ। তবে সেখান থেকে ফিরতে হয়েছিল রীতিমতো ভূপাতিত হয়ে। ১০ দলের মধ্যে বাংলাদেশ শেষ করেছিল ৮ম দল হিসেবে।

দুয়ারে আরও একটা বিশ্বকাপ। এবার অবশ্য বাংলাদেশ হাঁটছে ভিন্ন কৌশলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ সতর্ক, আশা দেখাতে চাইছেন না একটুও। 

ক’দিন আগে শান্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘প্রতি বছরই আমি দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। আশা-প্রত্যাশা, এটা করব সেটা করব। অনেক কথাবার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে, এই প্রত্যাশাটা খুব বেশি করার দরকার নেই, আশাটা মনের মধ্যেই থাকুক সবার।’

তবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে সাকিব জানালেন তার আশার কথা। যদিও বিশ্বকাপ জেতার মতো কোনো আশা দেখছেন না। তবে দলটা বেশ ভালো কিছু করবে, বিশ্বাস তার।

তিনি বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’

 

সম্পর্কিত খবর