সবচেয়ে বেশি ওয়ানডে খেলা পাকিস্তানি ক্রিকেটারের অবসর

  • নিউজরুম এডিটর
  • ০৫:২৫ পিএম | ২৫ এপ্রিল, ২০২৪

আচমকা মাত্র ৩২ বছর বয়সে ভালোবাসার ক্রিকেটটাকে বিদায় বলে দিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বিসমাহ মারুফ। দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড তারই। দেশের হয়ে খেলেছেন রেকর্ড ১৩৬টি ওয়ানডে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও লিগ ক্রিকেট খেলা চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ব্যাটার।

মারুফ, পাকিস্তান নারী দলকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময়। তার অধীনে মোট ৯৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যার মধ্যে ৬২টি টি-টোয়েন্টি ও ৩৪টি ওয়ানডে। এছাড়াও সানা মীরের পর দ্বিতীয় পাকিস্তানি হিসেবে সবচেয়ে বেশি দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার।

এর বাইরে মারুফ, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে পাকিস্তানের শীর্ষস্থানীয় রান-স্কোরার হিসেবে তার ক্যারিয়ার শেষ করেছেন। ১৩৬ ওয়ানডেতে ২৯.৫৫ গড়ে তার রান ৩ হাজার ৩৬৯। যেখানে ২১ টি হাফ সেঞ্চুরি রয়েছে। অবশ্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। তার ক্যারিয়ার সেরা ইনিংস ৯৯ রানের। অন্যদিকে টি-টোয়েন্টিতে ১৪০ ম্যাচে মারুফের রান ২৮৯৩। যেখানে ফিফটি ১২টি।

অবসর নিয়ে মারুফ বলেন, ‘আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরা। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছে।’

বিদায় বেলায় পিসিবি ও সাবেক সতীর্থদের ধন্যবাদ জানিয়ে মারুফ বলেন, ‘আমার উপর বিশ্বাস রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমার জন্য পিতামাতার নীতি বাস্তবায়ন করায় পিসিবিকে ধন্যবাদ। তারা আমাকে মা হওয়ার পর সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে সুযোগ করে দিয়েছে। শেষে, আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার কাছে আরেকটি পরিবারের মতো।’

খেলার দুনিয়া | ফলো করুন :