মাহমুদউল্লাহ-মিরাজদের কাছে তামিম-মুশফিকদের হার, রনির সেঞ্চুরি

মাহমুদউল্লাহ-মিরাজদের কাছে তামিম-মুশফিকদের হার, রনির সেঞ্চুরি

ডিপিএলের সুপার লিগে আগের ম্যাচে শেখ জামালকে হারানোর পর এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে দিয়েছেন মোহামাডেন। সুপার লিগের দ্বিতীয় ম্যাচে তামিম-মুশফিকদের নিয়ে গড়া প্রাইম ব্যাংকের বিপক্ষে মাহমুদউল্লাহ-মেহেদী মিরাজদের নিয়ে গড়া মোহামেডান জয় তুলেছে ৩৩ রানের ব্যবধানে। তাতে ডিপিএল শিরোপার দৌড়ে এখনও খাতা কলমে টিকে আছে ইমরুল কায়েসের দল। মোহামেডানের হয়ে ১৪১ রানের ইনিংস খেলে জয়ের নায়ক রনি তালুকদার।

মিরপুরে এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় অধিনায়ক ও ওপেনার ইমরুল সাজঘরে ফেরেন মাত্র ৮ রানে। এরপর তাইজুলের শিকার হয়ে দ্রুত সাজঘরে ফিরেন হাবিবুর রহমান সোহানও। তবে মোহামেডানকে পথ হারাতে দেননি রনি তালুকদার। দারুণ ছন্দে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে শুরুর ধাক্কা সামলে দলকে বড় সংগ্রহের পথে রাখেন তিনি।

অঙ্কন ৭৭ বলে ৫০ করে সাজঘরে ফিরলে মাহমুদউল্লাহকে নিয়ে সেঞ্চুরি তুলে নেন রনি। একটা সময় থামতে হয় মাহমুদউল্লাহকেও। তিনি ফেরেন ২২ বলে ২৮ রান করে। এরপর মেহেদী মিরাজের সঙ্গে জুটি গড়ে রনি শেষমেশ ফিরেন ১৩১ বলে ১৪১ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি ছয় ও ৮টি চারে। এরপর রনি ফিরলে ব্যাট হাতে চড়াও হন মিরাজ ও আরিফুল হক। আরিফুল ১৩ বলে ২১ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিরাজ। খেলেন ২৯ বলে ৫৩ রানের ইনিংস। তাতে ৬ উইকেটে ৩১৭ রানের শক্ত ভিত পায় মোহামেডান।

বড় লক্ষ্যে প্রত্যাশা মাফিক ব্যাট করতে পারেননি তামিম ইকবাল। ফিরেছেন ২২ বলে মাত্র ১৪ রান করে। মৌসুম জুড়ে ছন্দে থাকা পারভেজ হোসেন ইমনের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক। তবে এদিন ব্যর্থ হয়েছেন তিনি। ফিরেছেন ৩৮ রান করে। তবে শাহাদাত দীপু ও অধিনায়ক জাকির হাসানরা ম্যাচে রেখেছিল প্রাইম ব্যাংককে। তাদের রেখে যাওয়া অবস্থা থেকে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যান শেখ মাহেদী ও সানজামুল ইসলাম। তবে কেউই শেষ পর্যন্ত শেষ করে আসতে পারেননি ইনিংস। শেষ পর্যন্ত প্রাইম ব্যাংক আলআউট হয় ৪৮.৫ ওভারে ২৮৪ রানে। আর তাতে করে ৩৫ রানের জয় পায় মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান: ৩১৭/৬ ; (রনি ১৪১, অঙ্কন ৫০, মিরাজ ৫৩*; মাহেদী ২/৭১)
প্রাইম ব্যাংক: ২৮৪; (দীপু ৫১, জাকির ৪১, মাহেদী ৬৪, সানজামুল ৪৯; আবু হায়দার ২/৪৮, মুশফিক ২/৫৯, নাসুম ২/৫৬)
ফল: মোহামেডান ৩৫ রানে জয়ী।

সম্পর্কিত খবর